
বোদা (পঞ্চগড়) প্রতিনিধিঃ বাংলাদেশের কমিউনিস্ট পার্টি পঞ্চগড় জেলা কমিটির বর্ধিত সভা গত বুধবার (সেপ্টেম্বর) দুপুরে বোদা পাইলট গার্লস স্কুল এন্ড কলেজের হলরুমে অনুষ্ঠিত হয়। পঞ্চগড় জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফিরোজা খন্দকার চামেলী এর সভাপতিত্বে বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কমিউনিস্ট পার্টি কেন্দ্রীয় কমিটির সহকারী সাধারণ সম্পাদক মিহির ঘোষ।এ সময় কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড আশরাফুল আলম, সম্পাদক মন্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা এমএ হান্নান, শফিকুল ইসলাম, দেবীগঞ্জ উপজেলা কমিটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হরেন্দ্রনাথ বর্মন, বোদা উপজেলা কমিটির সভাপতি কমরেড দীপক কুমার দে বাবলু, সাধারণ সম্পাদক লিহাজ উদ্দীন মানিক প্রমুখ। বর্ধিত সভায় আগামী দিনের আন্দোলন সংগ্রামের দিক নির্দেশনা মুলক বক্তব্য রাখেন প্রধান অতিথি কমরেড মিহির ঘোষ।