
পটুয়াখালীর গলাচিপা ডিগ্রী কলেজ শাখার বৈষম্য ছাত্র- বিরোধী আন্দোলনের ছাত্র-ছাত্রীদের অংশ গ্রহনে বৃহস্পতিবার বেলা ১১ টার সময়ে ডিগ্রী কলেজের সামনে গত ৫’ই সেপ্টেম্বর বিগত স্বৈরশাসক শেখ হাছিনার নেতৃত্বে গত ৫’ই আগষ্ট ছাত্র- জনতার গণহত্যা ও কোঠা আন্দোলনে বীর শহীদ, আবু সাঈদ, মুগ্ধ সহ ৮ থেকে ৫’ই আগষ্ট এ অন্যান্য বীর শহীদ’দের স্বরনে শোক প্রকাশ করেন। এসময়ে খুনীদের সর্বচ্চ শাস্তি ও খুনি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবীতে, বর্তমান সরকারের কাছে প্লেকার্ড হাতে নিয়ে ঘন্টা ব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন। এসময়ে গত আগষ্ট মাসে খুনি হাসিনা সহ পলাতক হত্যা মামলার আসামী ও খুনিদের দেশে ফিড়িয়ে এনে গণহত্যার দ্বায়ে বিচারের দাবী করেন।
বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে নেতৃত্বে ছিলেন, গলাচিপা ডিগ্রী কলেজের শিক্ষার্থী উম্মে হাবিবা ওফা, মোঃ সাকিল, মোঃ নিজাম উদ্দিন, মোঃ বাপ্পি, রুবেল সহ প্রায় শতাধিক ছাত্র-ছাত্রী অংশ গ্রহন করেন।