
পঞ্চগড়ে চা সিন্ডিকেট চক্র ভেঙ্গে কাঁচা চা পাতার ন্যায্যমূল্য সহ আট দফা দাবীতে মানববন্ধন করেছে চা চাষীরা। বৃহস্পতিবার (৫-সেপ্টেম্বর) দুপুরে জেলা শহরের শের ই বাংলা পার্ক চৌরঙ্গি মোর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। সদর উপজেলার ১নং অমরখানা ইউনিয়ন চা-বাগান মালিক সমিতির আয়োজনে জেলার কয়েক শতাধিক চা-চাষী আয়োজিত কর্মসূচিতে অংশগ্রহণ করে। মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন, পঞ্চগড়ের সাবেক ডিসি রবিউল ইসলাম আমাদের সাধারণ কৃষকদের চা চাষে উদ্বুদ্ধ করেন। তার কথায় আমরা লোন নিয়ে, গবাদি পশু বিক্রি করে হলেও চা বাগান করি। সেই সময় কাঁচা চা পাতার ভালো মূল্য পাই। কোন প্রকার পার্সেন্টেজ কর্তন না করে প্রতি কেজি কাঁচা চা পাতা কারখানা মালিকগণ আমাদের কাছ থেকে ৪০ টাকা করে কিনত। কিন্তু পরবর্তী সময়ে সাবেক ডিসি সাবিনা ইয়াসমিন ও বর্তমান ডিসি জহিরুল ইসলাম দ্বায়িত্ব হীন ভাবে আমাদের সাধারণ কৃষকদের সিন্ডিকেটের হাতে ছেড়ে দিয়েছেন। আমারা বিভিন্ন সময়ে আন্দোলন করতে চাইলে ডিসি জহিরুল আমাদের থামিয়ে দেন। বলেন এ ধরনের কার্যক্রমের কারনে সরকারের ভাবমূর্তি নষ্ট হবে। বক্তাগণ কেউ কেউ তাদের বক্তব্যে বলেন, এই ডিসি জহিরুল চা সিন্ডিকেটের সাথে জড়িত। আমরা দ্রুতই তার পদত্যাগ চাই। তাকে এখান থেকে অপসারণ করা হোক। কেউ কেউ বলেন, চায়ের মূল চাবিকাঠী ডিসি যেন নিজের হাতে তুলে নেন।এসময় অমরখানা ইউনিয়ন চা-বাগান মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ মানিক উদ্দিন আট দফা দাবী উপস্থাপন করেন এবং আগামী ৭২ ঘন্টার মধ্যে দাবি আদায় না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তিনি।