
পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের ইন্দুরকানীতে বিএনপির মিছিলে ককটেল হামলার অভিযোগে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৬৯ নেতকর্মীর বিরুদ্ধে মামলা করেছে বিএনপি।
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) রাতে স্থানীয় জাতীয়তাবাদী তাতী দলের নেতা মো. কবির শেখ এ মামলা করেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. মনিরুজ্জামান মৃধা ও উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ ইকরামুল শিকদারসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৬৯ নেতাকর্মীর নাম উল্লেখ করা হয় এবং ৫০ জন অজ্ঞাত রাখা হয়েছে।
উল্লেখ্য, সোমবার বিকেলে উপজেলার ঘোষেরহাট বাজারে বিএনপির মিছিলকে লক্ষ্য করে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ককটেল বিস্ফোরণ ঘটায় ও ইট পাটকেল নিক্ষেপ করে। পরে খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে।উপজেলা বিএনপির আহ্বায়ক মো. ফরিদ আহম্মেদ জানান, ঘোষেরহাট বাজারে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর দোয়া অনুষ্ঠানে বিএনপি নেতাকর্মীরা মিছিল করে যাচ্ছিল। এ সময় আওয়ামী লীগ ও সহযোগী নেতাকর্মীরা বিএনপির মিছিলে ককটেল মেরে নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেয়। ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান তালুকদার জানান, নাশকতার অভিযোগে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৬৯ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করেছে বিএনপি। এছাড়াও ৫০ জনের নাম অজ্ঞাত রয়েছে।