
বাগেরহাটের মোরেলগঞ্জে উপজেলার মাদ্রাসা ও হাই স্কুল প্রতিষ্ঠান প্রধানদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ৩ আগস্ট সকাল ১০টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে অম্বিকা চরণ লাহা পাইলট উচ্চ বিদ্যালয়ের সাইক্লোন সেন্টারে শিক্ষার মান উন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে মাসিক সমন্বয় সভায় অনুষ্ঠিত হয়েছে। মাওলানা আব্দুস সালাম এর সঞ্চালনায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম সাইফুল আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এস এম তারেক সুলতান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম সায়েদুর রহমান। এসময় সভায় প্রতিষ্ঠানের শিক্ষার মান উন্নয়নের উপর আলোচনা করেন আবুহুরায়বাহ দাখিল মাদ্রাসার সুপার মাওলানা শাহাদাত হোসেন,অধ্যক্ষ আমতলী ইসলামিয়া কামিল মাদ্রাসা মাওলানা বায়েজিদ হোসাইন,অধ্যক্ষ গুলিশাখালী ফাজিল মাদ্রাসা মাওলানা আব্দুল বারী,অধ্যক্ষ মোরলগঞ্জ লতিফিয়া ফাজিল মাওলানা ড.রুহুল আমিন,মোরেলগঞ্জ টাউন হাই স্কুল প্রধান শিক্ষক ইউনুস আলী আকন,বহুরবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রভাত কুমার মিস্ত্রি,বেদকাশী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফা রহমান হাওলদার,সোনাখালী আজিজিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মোঃ আব্দুল আলিম, পঞ্চকরন সিরাজ স্মৃতি মাদ্রাসার সুপার মোঃ আব্দুস সোবহান প্রমূখ।