
জামালপুরের বকশীগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহত রিপন মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দুপুরে শহীদ রিপনের বকশীগঞ্জ পৌর শহরের সীমার পাড় এলাকার নিজ বাড়িতে তার পরিবারকে নগদ আর্থিক সহায়তা প্রদান করেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক ও সাবেক ভিপি হাফিজুর রহমান উজ্জল।আর্থিক সহায়তা প্রদানকালে উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক নুরুল ইসলাম বাদশা, সাবেক সহসভাপতি রাকিবুল হাসান বাবুল, সাবেক শ্রমিক দল নেতা ময়নাল হোসেন, পৌর বিএনপির যুগ্ন আহবায়ক মো. শহিদুল্লাহ, যুগ্ন আহবায়ক বেলাল হোসেন সহ দলীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।উল্লেখ্য, গত ৫ আগস্ট ঢাকার উত্তরায় বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গুলিতে নিহত হন বকশীগঞ্জ সীমারপাড় এলাকার সাংবাদিক সরকার রেজাউল করিমের ছেলে রিপন মিয়া।