
মিরসরাইয়ে উপকূলীয় এলাকায় বন্যা দুর্গতদের মাঝে মাদবারহাট মাঈন ভূঁইয়া বাড়ির মরহুম শাহ আলম মেম্বার এর পরিবারের পক্ষ থেকে ত্রাণ সহায়তা প্রদান করা হয়েছে। রবিবার (১ সেপ্টেম্বর) বিকালে ইছাখালী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মাদবারহাট উপকূলীয় এলাকায় এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয় । ত্রাণ বিতরণ কালে উপস্থিত ছিলেন মঈন ভূঁইয়া বাড়ির মরহুম শাহ আলম মেম্বার এর পরিবারের সদস্যরা ।
শাহ আলম মেম্বারের ছেলে বিশিষ্ট ব্যবসায়ী নাছির উদ্দিন বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত হিন্দু- মুসলিম ১৯০ পরিবারকে ত্রাণ সহায়তা প্রদান করা হয়েছে। ত্রাণ সামগ্রী’র মধ্যে ছিলো চাল ৮ কেজি, আটা ২ কেজি, আলু ২ কেজি, পেয়াজ ১ কেজি , মশুর ডাল ১ কেজি, তৈল ১ লিটার, মশার, কয়েল ১ প্যাকেট, মোমবাতি ৪টি ও দিয়াশলাই ১টি। মোহাম্মদ নাছির উদ্দিন চট্টগ্রামের জিইসি বাটাগলি মোড়স্থ সী পার্ক ক্যাটারিং সার্ভিস এর স্বত্বাধিকারী। তিনি বলেন, মিরসরাইয়ের ইচাখালী ইউনিয়নের মাদবারহাট হাফিজ গ্রাম ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরত্বের দূর্গম এলাকা। বন্যায় এখানকার মানুষের বাড়িঘর ডুবে গেলে ও যোগাযোগ অত্যন্ত খারাপ হওয়ায় ত্রাণ সহায়তা পৌঁছায়নি। আমরা স্থানীয়দের আশ্রায়নের ব্যবস্থা ও পরিবারগুলো’র খাবারের ব্যবস্থা করেছি। বন্যার পানি কমে যাওয়ায় সবাই যার যার বাড়িতে ফিরে গেলেও কর্মসংস্থান ও অর্থের অভাবে অনেকের চুলায় রান্না ঝুটছেনা। তাই আমাদের পরিবারের পক্ষ থেকে উদ্যোগ নিয়ে ১৯০টি পরিবারকে অন্তত ৩ দিন চলতে পারে সেই মোতাবেক ত্রাণ সহায়তা যোগান দেওয়ার চেষ্টা করেছি।