
সম্প্রতি উদ্ভুত বন্যা পরিস্থিতি সফলভাবে মোকাবিলার লক্ষ্যে মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা মোতাবেক এবং জেলা প্রশাসন খুলনার উদ্যোগে মাননীয় প্রধান উপদেষ্টার ত্রান ও কল্যাণ তহবিলের জন্য অর্থ সংগ্রহের উদ্যোগ গ্রহণ করা হয়।সেই উদ্দেশ্যে খুলনা জেলা প্রশাসন, খুলনা জেলার আওতাধীন ৯ টি উপজেলা প্রশাসনসহ সকল ভূমি অফিসের কর্মকর্তা ও কর্মচারীদের ০১(এক) দিনের মূল বেতনের সমপরিমাণ অর্থ সংগ্রহ করা হয়।
এছাড়াও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ, প্রশাসন-১ শাখার নির্দেশনা মোতাবেক পাইকগাছা পৌরসভার সকল কর্মকর্তা ও কর্মচারী ০১(এক) দিনের মূল বেতনের সমপরিমাণ অর্থের চেক প্রদান করেন।এছাড়াও বন্যার্তদের সহযোগিতার জন্য খুলনার স্থানীয় জনগণ ও ধর্মীয় প্রতিষ্ঠানসমূহ মাননীয় প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে অর্থ সংগ্রহে অংশগ্রহণ করেন।উল্লেখ্য, সম্প্রতি বন্যায় খুলনা জেলার পাইকগাছা উপজেলার দেলুটি ইউনিয়নে বাঁধ ভেঙে ১৩ টি গ্রাম প্লাবিত হয়। এছাড়াও ডুমুরিয়া এবং কয়রা উপজেলার বেশকিছু ইউনিয়ন বন্যা-কবলিত হলে জেলা প্রশাসন খুলনার উদ্যোগে বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।