কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার কালিগঞ্জের বিষ্ণুপুরে সাবেক মেম্বার ফজলুল রহমান ময়নার বাড়ি থেকে সকলকে অজ্ঞান করে নগদ টাকা, স্বর্ণালংকার মোবাইলসহ স্বর্বস্ব নিয়ে গেছে দুর্বৃত্তরা। অচেতন ও অসুস্থ্য হয়ে চিকিৎসাধীন আছে ২ জন। ঘটনাস্থল পরিদর্শন করেছে থানা পুলিশ।
ভুক্তভোগী পরিবার ও থানা সূত্রে জানাগেছে, সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের মুকুন্দ মধুসূদনপুর গ্রামের মাওঃ আব্দুল গফুর এর পুত্র শিক্ষক সাইফুর রহমান (টগর) ও সাবেক ইউপি সদস্য ফজলুল রহমান ময়নার বাড়িতে সোমবার ( ১৬ জুন) রাত ১০ টায় রান্না করা রাতের খাবার চেতনানাশক ঔষধ ও শয়নকক্ষে স্প্রে করে দুধর্ষ চুরির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা ঘরে প্রবেশ করে আলমারি ভেঙ্গে ৩ ভরি স্বর্ণ ও নগদ ৭০ হাজার টাকা,
মোবাইলসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে। পরিবারের ২ জন অজ্ঞান পার্টির বিষাক্ত স্প্রের কারণে অসুস্থ আছেন সাইফুর রহমান (টগর) (৬০) ও ফজলুল রহমান ময়না (৭০)। অসুস্থ ব্যক্তিদের গ্রাম্য ডাক্তারদের মাধ্যমে চিকিৎসা প্রদান করা হয়েছে। দুপুরে কালিগঞ্জ থানার উপ পরিদর্শক রাজিবসহ সঙ্গীয় ফোর্স ঘটনাস্থল পরিদর্শণ করেছেন।