
কক্সবাজার জেলার সর্বোচ্চ ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান হাশেমিয়া কামিল (মাষ্টার্স) মাদ্রাসায় আরবি প্রভাষক হিসেবে যোগদান করলেন মাওলানা মোঃ নুরুল আজিজ। রবিবার (১ সেপ্টেম্বর) সকালে তিনি মাদ্রাসায় যোগদান করে শিক্ষক হাজিরা বইতে স্বাক্ষর করেন। মওলানা নুরুল আজিজ পড়ালেখা করেছেন কক্সবাজারে রামুর ঐতিহ্যবাহী গর্জনিয়া ফাইজুল উলুম ফাজিল (ডিগ্ৰী) মাদ্রাসা থেকে ২০০৮ সালে দাখিল ও ২০১০ সালে চট্টগ্রামের আধুনগর ইসলামীয়া কামিল মাদ্রাসা থেকে আলিম এরং ২০১৪ ও ১৫ সালে চট্টগ্রামের আলমশাড় পাড়া কামিল বিশ্ববিদ্যালয় মাদ্রাসা থেকে সুনামের সহিত অনার্স ও মাস্টার্স পাশ করেন।
তিনি হাশেমিয় মাদ্রাসায় যোগদানের খবরে তার গ্ৰামের বাড়ি কচ্ছপিয়া ইউনিয়নের শুকমুনিয়া গ্ৰামসহ বিভিন্ন এলাকার মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
এর আগে তিনি গর্জনিয়া ফাইজুল উলুম ফাজিল মাদ্রাসায় দীর্ঘ ৪ বছর খন্ডকালীন শিক্ষক হিসাবে নিয়োজিত ছিলেন। এর পর গর্জনিয়া মাঝির কাটা কিন্ডার গার্টেন দাখিল মাদ্রাসার প্রধান শিক্ষক হিসেবে এক বছরেরও বেশী সময় সুনামের সহিত দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি বর্তমানে নাইক্ষ্যংছড়ি মদিনাতুল উলুম ফাজিল মাদ্রাসা সংলগ্ন জামে মসজিদে খতিব হিসেবে দায়িত্ব পালন করছেন।