
ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে গাঁজা-মদ, প্রাইকেটকার-জীপগাড়িসহ ৪ মাদককারবারীকে আটক করেছে আশুগঞ্জ থানা পুলিশ।রবিবার ভোররাতে আশুগঞ্জ টোলপ্লাজা এলাকা হতে তাদের আটক করা হয়।পুলিশ সুত্রে জানা যায়, রোববার (১ সেপ্টেম্বর) ভোররাতে আশুগঞ্জ থানার এসআই (নিরস্ত্র) প্রদ্যুৎ ঘোষ চৌধুরী মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ সৈয়দ নজরুল ইসলাম সেতুর আশুগঞ্জ টোলপ্লাজার অনুমান ২০ গজ পূর্ব দিকে পাকা রাস্তার উপর অভিযান চালায়। এ সময় একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ৩০ কেজি গাঁজা ও প্রাইভেটকারসহ দুইজনকে আটক করে পুলিশ ।আটককৃতরা হলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয় নগর উপজেলার পত্তন গ্রামের মৃত অনু সরকারের ছেলে মোঃ রফিক(৩১) ও অপরজন একই এলাকার মোঃ হাসেম মিয়ার ছেলে মোঃ তানভীর।তাদের বিরুদ্ধে আশুগঞ্জ থানার এসআই(নিঃ) প্রদ্যুৎ ঘোষ চৌধুরী বাদি হয়ে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন। আশুগঞ্জ থানার এফআইআর নং-১, তারিখ- ০১ সেপ্টেম্বর, ২০২৪; জি আর নং-১৩৭, ধারা- ৩৬(১) সারণির ১৯(গ)/৩৮/৪১।অপরদিকে আশুগঞ্জ উপজেলার একই এলাকায় সকালে পৃথক আরেকটি অভিযানে ১৭৫ বোতল মদ ও একটি পাজেরো জীপ গাড়িসহ আরো দুজন মাদক ব্যবসায়ীকে আটক করে আশুগঞ্জ থানা পুলিশ।আটককৃতরা হলেন নারায়ণগঞ্জ জেলার সদর থানার চাষাড়রা গ্রামের আব্দুল লতিফের ছেলে মোঃ বিল্লাল হোসেন(৫০)।অপরজন হলেন মুন্সিগঞ্জ জেলার সদর থানার (পঞ্চসার)মালির পাথর এলাকার মোঃ আবুল হোসেনের ছেলে মোঃ আলমগীর হোসেন(৪৪)।তাদের বিরুদ্বে ২০১৮ সালের মাদকদ্রব্য আইনের ধারা- ৩৬(১) সারণির ২৪(খ)/৩৮/৪১, তারিথঃ০১.০৯.২০২৪, আশুগঞ্জ থানার এফআইআর নং-২,জি আর নং-১৩৮ মোতাবেক মামলা দায়ের করেন।আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিউল কবির বলেন, সকালে গোপন খবরের ভিত্তিতে সৈয়দ নজরুল ইসলাম সেতুর আশুগঞ্জ টোলপ্লাজা এলাকায় অভিযান চালায় পুলিশ। অভিযানকালে উল্লেখিত আসামীদ্বয়ের নিকট থেকে মদ,গাঁজাসহ একটি পাজেরো জীপ ও একটি প্রাইভেট কার জব্দ করা হয়।
পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আসামিদের গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তিনি আরো বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
।