
নওগাঁর আত্রাই উপজেলা অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান বান্দাইখাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমদাদুল হক সরকারের বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। রবিবার (০১ সেপ্টেম্বর) সকাল ১১ ঘটিকায় বিদ্যালয়ের মাঠে বিদ্যালয়ের সহকারী শিক্ষক দিলীপ কুমার প্রামানিক এর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মোঃ আব্দুস সামাদের সঞ্চালনায় এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।এই সময় আরও উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন বিদ্যালয়ের শিক্ষকরা।
বিদায়ী প্রধান শিক্ষক অত্র প্রতিষ্ঠানে দীর্ঘ ৩৬ বছর যাবত সহকারী শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে সুন্দর ব্যবহার ও পাঠদানসহ বিদ্যালয়ের উন্নয়নে অন্তরিকতার সহিত দায়িত্ব পালনে ফলে উপস্থিত শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থীরা ও এলাকাবাসীর মধ্যে বিদায় বেলায় আবেগময় পরিবেশের সৃষ্টি হয়।