
ফরিদপুর জেলা যুবলীগের উদ্যোগে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫১ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
আজ শনিবার (১১ নভেম্বর) সকালে শহরের আলিপুরে হাসিবুল হাসান লাভলু সড়ক আওয়ামীলীগ কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান ও র্যালীর আয়োজন করা হয় পরে বিকেলে কেক কাটার মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য শরিফুল হাসান প্লাবন,সাবেক শহর যুবলীগের যুগ্ন আহবায়ক তরিকুল ইসলাম নাসিম, সাবেক শহর যুবলীগের আইন বিষয়ক সম্পাদক মাহফুজুর রহমান হিমেল, শহর যুবলীগের নেতা মুস্তাফিজুর রহমান শুভ, কোতোয়ালি যুবলীগের নেতা হাসিবুর রহমান জ্যামি, কোতোয়ালি থানা যুবলীগের নেতা বাবুল বিশ্বাস, কোতোয়ালি যুবলীগের নেতা মোহাম্মদ জুয়েল সহ প্রমূখ।