
পটুয়াখালীতে বিএনপির দু’পক্ষের পৃথক স্হানে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।১ সেপ্টেম্বর রবিবার দুপুরে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অবঃ) আলতাফ হোসেন চৌধুরী’র পটুয়াখালীর বাস ভবনে তার আয়োজনে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এসংবাদ সম্মেলনের বিষয় বস্তু ছিল বাংলাদেশে ঘটে যাওয়া এবং বর্তমান সমসাময়িক ঘটনার আদি অন্ত।
উক্ত সংবাদ সম্মেলনে এসময় পটুয়াখালী জেলা বিএনপির সদস্য মাকসুদ আহমেদ বায়েজিদ পান্না ও পটুয়াখালী জেলা মহিলা দলের সাবেক সভানেত্রী অধ্যাপিকা লায়লা ইয়াসমিন এবং সাধারণ সম্পাদক জেসমিন জাফর প্রমুখ সহ বহু সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অন্যদিকে একই দিন পটুয়াখালী প্রেসক্লাবের ড.আতাহার উদ্দিন মিলনায়তনে বেলা সাড়ে ১১ টায় পটুয়াখালী জেলা বিএনপির সকল সহযোগী সংগঠনের আয়োজনে অন্য একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে পটুয়াখালী পৌর বিএনপির সভাপতি মোঃ কামাল হোসেন। এসময় উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা যুবদলের সভাপতি মোঃ মনিরুল ইসলাম লিটন,
পটুয়াখালী জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ মশিউর রহমান মিলন ও পটুয়াখালী জেলা মৎস্য জীবী দলের সভাপতি মোঃ সফিকুল ইসলাম শাহিন প্রমুখ সহ একাধিক সাংবাদিকরা।