
রাজশাহীর মহানগরের মতিহার এলাকা হইতে ৯৮ বোতল ফেন্সিডিলসহ ২ জন মাদক ব্যাবসায়ী কে গ্রেফতার করেছে র্যাব-৫।
শনিবার (৩১ আগস্ট )রাতে রাজশাহী মতিহার থানাধীন ৩০নং ওয়াডের অর্ন্তগত বিশ্ববিদ্যালয় এবং বিনোদপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো,মো.শাহ আলম (৪০) ও মো. শরিফুল ইসলাম (৩৫)। এসময় তাদের কাছ থেকে ৯৮ বোতল ফেন্সিডিল,নগদ-৯,৭৩০/-(নয় হাজার সাতশত ত্রিশ) টাকা,১ টি লাল-কালো বাজাজ মোটরসাইকেল (১৫০ সিসি),দুটি মোবাইলসহ ৪ টি সিম উদ্ধার করা হয়।
রবিবার (১ সেপ্টেম্বর ) সকালে র্যাব-৫ এর অধিনায়ক (সিও) লে.কর্নেল ফিরোজ কবীর।
ফিরোজ কবীর জানান,গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী মহানগরীর মতিহার থানাধীন ৩০নং ওয়াডের অর্ন্তগত রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং বিনোদপুর গেটের মাঝখানে,বেতার মাঠের অপর সাইডে,উত্তর দিকে থাকা পাঁকা রাস্তার উপর অপারেশন পরিচালনা করে।
তিনি জানান,আসামীকে জিজ্ঞাসাবাদে অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল বিক্রয়ের উদ্দেশ্যে নিজের দখলে রেখেছিল বলে স্বীকার করে। স্থানীয় জিজ্ঞাসাবাদে আরও জানা যায় যে,ধৃত আসামীদ্বয় দীর্ঘদিন যাবৎ পরস্পর যোগসাজসে অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল বিভিন্ন উপায়ে অবৈধভাবে সংগ্রহ করে উক্ত ঘটনাস্থলসহ বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছে মর্মে স্বীকার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামীদ্বয় কে জব্দকৃত অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল সংক্রান্তে জিজ্ঞাসাবাদ করিলে বিক্রয়ের উদ্দেশ্যে নিজের দখলে রেখেছিল বলে মর্মে স্বীকার করে।
উক্ত গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে রাজশাহী মহানগরের মতিহার থানায় মামলা রুজু প্রকৃয়াধীন। বিশেষ দ্রষ্টব্যঃ উপরোক্ত সংবাদ বিজ্ঞপ্তিটি আপনার বহুল প্রচারিত সংবাদ মাধ্যমে প্রচার করার জন্য অনুরোধ করা হলে।
ডিআই/এসকে