
পঞ্চগড় সদর উপজেলার পাঁচটি ইউনিয়নের বিএনপি নেতা কর্মীদের নিয়ে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলার ৫নং চাকলাহাট ইউনিয়ন বিএনপির আয়োজনে এই কর্মী সমাবেশ আয়োজন করে। শনিবার (৩১- আগস্ট) বিকাল ৩টার সময় চাকলা হাট ইউনিয়নের নতুন চাকলা হাট দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে উক্ত কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন বিএনপির সভাপতি ওসমান আলীর সভাপতিত্বে উপজেলার ৭ নং হাড়িবাসা ইউনিয়ন বিএনপি, ১ নং ওমরখানা ইউনিয়ন বিএনপি, ২ নং হাফিদাবাদ ইউনিয়ন বিএনপি, ৪ নং কামাত কাজল দিঘি ইউনিয়ন বিএনপি ও ৫ নং চাকলাহাট ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠন সহ জেলা বিএনপি’র নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশ শুরুর পূর্বে আগত নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশে অংশগ্রহণ করে। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে সমাবেশের কার্যক্রম শুরু করা হয়। এরপর চাকলাহাট ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ নাজির হোসেন এর সঞ্চালনায় পর্যায়ক্রমে জেলা বিএনপি ও বিএনপি’র বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতা কর্মিরা বক্তব্য রাখেন। আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার মোঃ নওশাদ জমির (কেন্দ্রীয় বিএনপি’র আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় এক আসনের ধানের শীষের কান্ডারী),
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ জহিরুল ইসলাম কচ্চু আহবায়ক জেলা বিএনপি পঞ্চগড়, জনাব মোঃ সেকেন্দার আলী সদস্য সচিব জেলা বিএনপি পঞ্চগড়, জনাব মোঃ আবু দাউদ প্রধান যুগ্ম আহ্বায়ক জেলা বিএনপি পঞ্চগড়। চাকলা হাট ইউনিয়নের কৃতি সন্তান বৈৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ সাগর সহ পঞ্চগড় জেলা এবং সমগ্র বাংলাদেশে ছাত্র আন্দোলনে নিহত সকল শহীদদের রুহের মাগফেরাত কামনার মধ্য দিয়ে প্রধান অতিথি তার বক্তব্য শুরু করেন।
এ সময় তিনি বলেন, দীর্ঘ ষোল বছরে নির্মম নির্যাতন-নিপীড়ন ও অনেক আত্মত্যাগের মধ্য দিয়ে আজকে আমরা বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি। ব্রিটিশরা আমাদের ২০০ বছর, পাকিস্তান ১৯৪৭ থেকে ১৯৭১ পর্যন্ত আমাদের শোষন করেছে। আর গত ১৬ বছর একটি ফ্যাসিবাদী সরকারের দ্বারা আমরা শাসিত হয়েছি। যে কারণে এই ৩৬শে জুলাই (৫আগস্ট) যে বিজয় এসেছে এটাকে আমরা বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা বলি।
বিএনপি কোনো প্রতিশোধ পরায়ণ রাজনৈতিক দল নয়। যারা খুন, গুম সহ বিভিন্নভাবে সাধারণ মানুষের উপর নির্যাতন চালিয়েছে, মিথ্যা মামলায় হয়রানি করিয়াছে, তাদেরকে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল আদালতের মাধ্যমে বিচারে আওতায় আনা হবে। আমাদের বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস একটি চুক্তি স্বাক্ষর করেছেন।
এতে গুরুত্বর সকল অপরাধের বিচার আন্তর্জাতিক আদালতে হবে। দলকে সসংঘটিত করে আগামীদিনে বিএনপি সরকার গঠনের আশাবাদ ব্যক্ত করেন তিনি।