
বান্দরবানের নাইক্ষংছড়িতে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩১ আগস্ট) বিকাল ৩টার উপজেলা সদরের চাকঢালা বাজার চত্বরে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে এ বর্ণাঢ্য র্যালি ও সভাবেশ অনুষ্ঠিত হয়।
র্যালীটি চাকঢালার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বাজার চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুর রশিদ এর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি নুরুল আলম কোংপানি,সাবেক সাধরণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান মো: কামাল উদ্দিন,সাবেক সাংগঠনিক সম্পাদক নুরুল কাসেম সাবেক বান্দরবান জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন সম্পাদক সাইফুদ্দিন বাহাদুর,বিএনপির নেতা ও বাইশারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মনুরুল ইসলাম মুনু,উপজেলা বিএনপির নেতা হায়দার কোংপানিসহ উপজেলাও ইউনিয়নের নেতৃবৃন্দরা।