বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে পর পর দুই দফা বিস্ফোরণের বিকট শব্দ এপারের নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকায় ভেসে আসায় ফের আতংকে সাধারণ মানুষ।
শনিবার (৩১ আগষ্ট ) সকালে ৪৫ এবং ৪৬ পিলারের মধ্যবর্তী জায়গা দিয়ে একটি বিশাল শব্দের বিস্ফোরিত আওয়াজ সীমান্ত এলাকার আধা কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে শুনা আসে বলে জানান স্কৃথানীয়রা। অপর দিকে দুপুরে একই সীমান্ত পিলার দিয়ে বিস্ফোরণের আরও একটি বিকট শব্দ নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের জামছড়ি এলাকায় শুনা আসে বলে জানান তারা।
সীমান্ত এলাকার কয়েকজন স্থানীয় বাসিন্দার সঙ্গে যোগাযোগ করে জানা যায়, সকাল এবং দুপুরে দুই দফা বিস্ফোরণের এ বিকট শব্দ এসেছে মিয়ানমারের চেংছড়ি এবং পুরান মাইজ্জা নামক এলাকা থেকে।
স্থানীয় একটি সূত্রে জানা যায় নাইক্ষ্যংছড়ি উপজেলার সঙ্গে যে সীমান্ত এলাকা রয়েছে মিয়ানমারের বাহিনী তা নিয়ন্ত্রণ হারিয়েছে। মিয়ানমার সরকার নিয়ন্ত্রিত বাহিনীগুলো। নাইক্ষ্যংছড়ি সীমান্তের মিয়ানমার অংশের নিয়ন্ত্রণে রয়েছে দেশটির সশস্ত্র বিদ্রোহী সংগঠন আরকান আর্মি বলে ধারণা করা হচ্ছে।
মিয়ানমার অংশের সীমান্ত এলাকা জুড়ে নিয়ন্ত্রণে থাকা সশস্ত্র আরকান আর্মির উপরে জান্তা সরকার সমর্থিত অন্য আরেকটি বিদ্রোহী গ্রুপ মাঝেমধ্যেই হামলার চেষ্টা চালায়,শনিবার সকাল এবং বিকেলে যে দুই দফা বিস্ফোরণের আওয়াজ এসেছে তা হয়তো ঐ বিদ্রোহী দুই গ্রুপের মাঝে ব্যবহারিত গোলাবারুদের বিস্ফোরণের বিকট শব্দ এপারে এসেছে।