
রূপসায় বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংগঠন (জাসাস) এর কর্মীসভা গতকাল ৩১ শে আগস্ট বিকালে ঘাটভোগ ইউনিয়ন পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা জেলা জাসাস এর সদস্য সচিব এম.ডি আজাদ আমিন। প্রধান বক্তা ছিলেন খুলনা জেলা যুবদলের সহসভাপতি আইউব হোসেন মোল্লা।
জাসাস রূপসা উপজেলা শাখার সভাপতি শাহজালাল লস্করের সভাপতিত্বে ও সদস্য সচীব শেখ আরিফুজ্জামান আরিফের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন, রূপসা থানা বিএনপির যুগ্ন আহবায়ক মোঃ হুমাউন কবির শেখ, ইউনিয়ন আহবায়ক এস এম এ মালেক, জেলা তাতীদলের সদস্য সচীব শেখ মাহমুদ আলম লোটাস।
বক্তৃতা করেন বিএনপি নেতা ল ম আনোয়ার হোসেন, মোঃ আসলাস শেখ, মোল্লা দুরুল হুদা, ইমদাদ হোসেন মল্লিক, মোঃ সোহাগ ভূইয়া, সাবের মোল্লা, মোঃ হাফিজুর রহমান, মোঃ আলাদ হুসাইন, মোঃ খালিদ লস্কর, মোঃ রোকন হোসেন সেলিম, মোঃ রাজিব শেখ, আশরাফুল ইসলাম বাকি মোড়ল, রনি শেখ, রিপন শিকদার, মুরসালিম ইসলাম রনি, আমিনুল ইসলাম, মোঃ শাহজাহান শেখ, আবু তালেব ফকির, আব্দুল্লাহ শিকদার, এরশাদ শেখ, রিক্তা আক্তার, মোল্লা আহম্মদ হুসাইন, সরদার আশিকুল ইসলাম, অমিত পাত্র, অসিত পাত্র, জামির পাইক প্রমুখ।