ফরিদপুর সদর উপজেলা পরিষদের মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকলে উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উক্ত মাসিক আইন শৃঙ্খলার সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ফরিদপুর সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা তামান্না তাসনীম।এ সময় উপস্থিত ছিলেন কোতোয়ালি থানার ওসি তদন্ত আমজাদ হোসেন তালুকদার,আনসার ভিডিপি কর্মকর্তা মেহেদী হাসান, এল জি ডি র প্রকৌসলী দেবাশীষ বাগচী সহ ফরিদপুরের বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ।
উক্ত সভায় জেলা উপজেলায় প্রতিনিধিদের সাথে দেশের চলমান পরিস্থিতি নিয়ে আলোচনার পাশাপাশি আইন শৃঙ্খলার বিষয়ে নিয়ে মত বিনিময় করা হয়। আগামী দিনের আইনশৃঙ্খলা উন্নয়নে সবাইকে কাজ করার আহ্বান জানান।