
বন্যার পানিতে নোয়াখালী অঞ্চল প্লাবিত থাকায় নোয়াখালী র্যাব-১১ ক্যাম্পে মৃত ব্যক্তির জানাজা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩১ আগস্ট) নোয়াখালী র্যাপিড অ্যাকশন ব্যটিলিয়ন (র্যাব-১১) থেকে এক সংবাদ বিঞ্জপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
র্যাব-১১ জানায়,নোয়াখালীর বন্যা পরিস্থিতি শুধু জীবিতকেই নয়,মৃত ব্যক্তির উপরও নিষ্ঠুর হয়ে দাঁড়িয়েছে। গতকাল শুক্রবার (৩০আগস্ট) নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার উত্তর আমানতপুর এলাকার মৃত দাইয়ান মিয়ার ছেলে জাফর আহমেদ ( ৪৫),হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।
এ ঘটনায় মৃত ব্যক্তির জানাজা করার মতো এলাকায় কোন স্থান পাওয়া যাচ্ছিল না। সকল স্থান বন্যার পানিতে তলিয়ে গেছে। এলাকাবাসী র্যাব-১১ এর ক্যাম্পে জানাজা নামাজ আদায়ের জন্য বললে কোম্পানী কমান্ডার অনতিবিলম্বে অনুমতি দেন। এরপরই মৃত ব্যক্তির জানাজার নামাজ র্যাব-১১ নোয়াখালী ক্যাম্পে অনুষ্ঠিত হয়।
ডিআই/এসকে