
বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি:
স্বেচ্ছাসেবী কার্যক্রম, সামাজিক কর্মকান্ড পরিচালনা ও জনহিতকর কর্মকান্ড পরিচালনার লক্ষ্য নিয়ে গঠিত অরাজনৈতিক সংগঠন “বকশীগঞ্জ সুশীল সমাজ ছাত্র সংঠগনের” সদস্যদের মতিবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (৩০ আগস্ট) বিকালে উপজেলা মডেল মসজিদ প্রাঙ্গনে ওই মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় এসময় বক্তব্য রাখেন সাংবাদিক রকিবুল হাসান বিদ্রোহী, পারভেজ হাসান, কামরুল হাসান, মো. বুলবুল, জাহিদুল ইসলাম ও মামুন মিয়া আব্দুল্লাহ।সংগঠনের কার্যক্রম জোড়দার, অসহায়দের পাশে দাঁড়ানো,সামাজিক কর্মকান্ডে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।আলোচনা সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।