ঢাকা, শুক্রবার, ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
যৌথবাহিনীর অভিযানে সাতদিনে গ্রেফতার ৩৪১
এসো আমরা ঈদের আনন্দের সাথে নিজেরা নিজেদের অবস্থান তৈরি করি-ব্যারিস্টার মাহবুবুর রহমান সালেহী
কলাপাড়ায় গৃহবধূর রহস্যজনক নিখোঁজের ঘটনায় গ্রেফতার ৭
নওগাঁয় ধানখেতে গলিত লাশ উদ্ধারের ঘটনায় মুলহোতা গ্রেপ্তার
নাইক্ষ্যংছড়ির পাহাড়ি কন্যা পর্যটন লেকে ঈদে ১৬ বছরের রেকর্ড পর্যটকের ঢল
বাঁশখালীতে টানা ৪১ দিন জামাতে নামাজ আদায় করা ১৭ শিশু-কিশোর সাইকেল উপহার
আত্রাইয়ে ঈদের চতুর্থ দিনেও সাহাগোলা রেলওয়ে স্টেশনজুড়ে পর্যটকদের উপচে পড়া ভিড়
ভূরুঙ্গামারী সদর ইউনিয়ন আ’লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক গ্রেফতার
কলমাকান্দায় যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার পলাতক অলি আহমেদ
নেত্রকোণা সরকারী কলেজের ঈদ পুনর্মিলনী
ভারতীয় মিডিয়া গুজবে চ্যাম্পিয়ন:স্বরাষ্ট্র উপদেষ্টা
জিয়ার শ্রদ্ধা স্মারক সরিয়ে ফেলার অপকর্মে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনুন:জাসাস
কালিগঞ্জে প্রত্যয় গ্রুপের ১৩ তম বর্ষপূর্তি ও ঈদ পুনমিলনী 
পরকীয়া জেরে যুবকের আত্মহত্যা
আমতলীতে তরমুজ পরিবহনে চাঁদাবাজিকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষ, আহত- ৬

নান্দাইলে পোল্ট্র্রী কোম্পানির সিন্ডিকেটে প্রান্তিক খামারীদের ব্যবসা ধ্বংস

ময়মনসিংহের নান্দাইল উপজেলার প্রান্তিক পোল্ট্রী খামারীদের ব্যবসায় ধ্বস নেমে এসেছে। পোল্ট্রী কোম্পানির ফিড, ঔষধ ও মুরগীর বাচ্চার বাজার দর সিন্ডিকেটের কারণে ব্যবসায় এমন ধ্বস নেমে আসার অভিযোগ করেন প্রান্তিক খামারীরা। ফলে পোল্ট্রী খামারীরা তাদের ব্যবসা থেকে সরে আসতে বাধ্য হচ্ছে। এমনকি নতুন উদ্যোক্তরাও পোল্ট্রী ব্যবসায় নামতে ভীতস্থবোধ করছে।সরজমিন গিয়ে জানাগেছে, নান্দাইল উপজেলার ১টি পৌরসভা সহ ১৩টি ইউনিয়নে প্রায় ৩ শতাধিক পোল্ট্রী খামার রয়েছে। এসব
খামারী ও উদ্যোক্তরা ব্রয়লার ও সোনালী মুরগীর পোল্ট্রী ফার্ম রয়েছে। খামারীরা দেশে মাংস তথা আমিষের চাহিদা মেটাতে গুরুত্বপূর্ণ ভ‚মিকা রাখছে। কিন্তু বর্তমান বাজারে পোল্ট্রী খামারে
মুরগীর উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় তাদেরকে হিমশিম খেতে হচ্ছে। এতে করে লাভের মুখ দেখার পরবর্তীতে লসের ভাগ তথা ক্ষতির সম্মুখীনই হচ্ছে বেশি। ফলে অনেক খামারী ফার্ম চালানো বন্ধ করে দিয়ে বিদেশে যাত্রা করছে। জানাগেছে, বাজারে মুরগীর মাংসের ধর প্রতি কেজিতে ২/৫ টাকা বাড়লেই পোল্ট্রী কোম্পানির সিন্ডিকেট ব্যবসায়ীরা মুরগীর বাচ্চার দর প্রতি পিসে ১০ টাকা থেকে ১৫ টাকা এমনকি ২০ টাকা পর্যন্ত বাড়িয়ে দেয়। এছাড়া পশু-পাখি খাদ্য তথা পোল্ট্রী ফিডের দামও প্রতি বস্তায় ২০/৫০ টাকা বাড়ানো হয়। ৫০ কেজির এক বস্তা মুরগীর খাদ্যের দাম সর্বনি¤œ ৩ হাজার ৩শত টাকা। শুধু তাই নয় এদিকে মুরগীর ঔষধের দামও বৃদ্ধি পেয়েছে। ফলে মুরগীর বাচ্চা ক্রয়, খাদ্য ও ঔষধ খরচ সহ সর্বপরি উৎপাদন খরচের তালিকায় এক কেজি ১০০ গ্রাম সোনালী মুরগী প্রস্তুত করতে ২ মাসে খরচা পড়ে ২৩০/২৪০ টাকা কেজি। আর বাজারে পাইকারী বিক্রী হয় ১৬০ টাকা থেকে ১৭০ টাকা বা ১৮০ টাকা ফলে প্রতি কেজিতে ৫০টাকা থেকে ৬০ টাকা ক্ষতি হচ্ছে খামারীদের। অপরদিকে ব্রয়লার মুরগীতে প্রতি কেজিতে ২০/৩০ টাকা ক্ষতি হচ্ছে। তবে কিছুটা লাভের মুখ দেখছে খুচরা ব্যবসায়ীরা। কিন্তু খামারীরা আছে লসের মুখে। এ বিষয়ে গাংগাইল ইউনিয়নের প্রান্তিক পোল্ট্রী খামারের মালিক ইফেতেকার মামুন, জিয়াউল হক পারভেজ, মোহাম্মদ লিটন ও আশরাফ মিয়া সহ অনেক খামারীরা জানান, কোন কারণবশত মুরগীর মাংসের দাম প্রতি কেজিতে ২ টাকা বা ৫টা বাড়লেই, মুরগীর প্রতি পিস বাচ্চার দাম ১০ টাকা ২০ টাকা বাড়ানো হয়। এতে করে সোনালী মুরগীর প্রতি পিস বাচ্চা কিনতে হয় সর্বনি¤œ ৫৫ টাকা থেকে ৬০ টাকা, আর ব্রয়লার মুরগীর বাচ্চা কিনতে হয় বর্তমান বাজারে ৩৪ টাকা থেকে ৩৭ টাকা। তার উপর পোল্ট্রী খাদ্যের দামও আকাশচুম্বি। ফলে সিন্ডিকেটের কারনে পোল্ট্রী ব্যবসায় ধ্বস নেমে এসেছে। এ বিষয়ে সংশিষ্ট কর্তৃপক্ষ সহ অন্তর্বর্তীকালীন সরকারের সুদৃষ্টি কামনা করছেন।এ বিষয়ে নান্দাইল উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা:মো:হারুনর রশীদের মুঠোফোনে একাধিকবার কল দেওয়া হলেও তাকে লাইনে পাওয়া যায়নি। তবে ভেটেরিনারি সার্জন ডা. অমিত দত্ত তিনি বলেন,পোল্ট্রী কোম্পানির সিন্ডিকেটের বিষয়টি তো আমাদের নয়, এটা দেখবে মন্ত্রণালয়। এরপরেও আমরা চেষ্টা করছি, প্রতিবেদন আকারের খামারীদের দাবীগুলো তুলে ধরার।

শেয়ার করুনঃ