
রাজধানীর রামপুরায় খাল থেকে মাহফুজুল আলম (৪৮) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। তাকে পরিকল্পিত খুন করা হয়েছে বলে ধারণা পুলিশের।
শনিবার সকালে রামপুরা খালের ফরাজি হাসপাতালের অংশ থেকে মরদেহটি উদ্ধার করে খিলগাঁও থানা পুলিশ।
মাহফুজুলের পারিবারিক সূত্রে জানা গেছে,গত বৃহস্পতিবার বিকাল থেকে তিনি নিখোঁজ হন। অনেক খোঁজাখুজির পরও তাকে না পেয়ে শুক্রবার রাতে খিলগাঁও থানায় নিখোঁজের জিডি করে তার পরিবার।
খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাউদ হোসেন বলেন,‘সুরতহাল এবং প্রাথমিকভাবে ঘটনাটি মার্ডার বলে মনে হচ্ছে। আমরা তদন্ত করছি,বিকালে মামলা হবে।
তিনি জানান,ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।
ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার শামসুল আলমের ছেলে মাহফুজুল আলম পরিবার নিয়ে ঢাকার দক্ষিণ বনশ্রী এলাকায় থাকতেন। চাকরি করতেন আফতাবনগরের একটি চায়না কোম্পানিতে।
ডিআই/এসকে