ঢাকা, বৃহস্পতিবার, ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
কালিগঞ্জে প্রত্যয় গ্রুপের ১৩ তম বর্ষপূর্তি ও ঈদ পুনমিলনী 
পরকীয়া জেরে যুবকের আত্মহত্যা
আমতলীতে তরমুজ পরিবহনে চাঁদাবাজিকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষ, আহত- ৬
আমতলীতে বাস ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত দুই
বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট নোয়াখালীর আহবায়ক রনি,সচিব দ্বীপ
নওগাঁতে আলোকিত পত্রিকা’র প্রতিষ্ঠাতা বার্ষিকী পালিত
নিশ্ছিদ্র নিরাপত্তায় লাঙ্গলবন্দ স্নানোৎসব:আনসার বাহিনীর ব্যাপক তৎপরতা
জেলে থাকা আ’লীগ নেতাকর্মীদের নামে ঈদ বোনাস পাঠালেন সাবেক এমপি তুহিন
কালীগঞ্জে এতিম মেয়ের বিয়েতে একতা যুব সমাজকল্যাণ সংস্থার অর্থ সহায়তা
অসুস্থ সন্তানকে বাচাঁতে স্বামীর অবহেলা:বিচারের আশায় আইনের দ্বারস্থ কলাপাড়ার’ রীনা’
৪০ বছর পরে গুণীজন সংবর্ধনা
নেত্রকোনায় শহীদ জিয়া স্মৃতি সংসদের জেলা কমিটির পরিচিতি ও কর্মপরিকল্পনা সভা
পটুয়াখালীতে কারারক্ষীর জানাজায় উপস্থিত হলেন অতিরিক্ত কারা মহা পরিদর্শক
পূর্ব মালঞ্চ মধ্যপাড়া স্বেচ্ছাসেবী সংগঠনের কমিটি গঠন :সভাপতি হাসান, সম্পাদক লতিফ
সীমান্তে বাংলাদেশী ভেবে বিএসএফের গুলি ভারতীয় নাগরিকের মৃত্যু

খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়’র প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম পুনর্মিলনীর তারিখ চুড়ান্ত

পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম পুনর্মিলনী আগামী ২৮ ডিসেম্বর শনিবার অনুষ্ঠিত হবে। এ অনুষ্ঠানে অংশগ্রহনে আগ্রহী প্রাক্তন শিক্ষার্থীরা আগামী ১৫ নভেম্বর পর্যন্ত নিবন্ধন করতে পারবেন।মুক্তিযোদ্ধা সংসদের দ্বিতীয় তলায় অবস্থিত খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রথম পুনর্মিলনী উদযাপন কমিটির অস্থায়ী কার্যালয়ে শুক্রবার(৩০ আগস্ট) সন্ধ্যায় পুনর্মিলনী সফল করার জন্য এক সভা অনুষ্ঠিত হয়। প্রথম পুনর্মিলনী উদযাপন কমিটির যুগ্ম আহবায়ক নাসির তালুকদারের সভাপতিত্বে এ সভায় বক্তব্য রাখেন উদযাপন কমিটির সদস্য সচিব মো. রেজাউল করিম বাবলা, খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মো. শাহদাত হোসেন বিশ্বাস, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. কামরুজ্জামান মনির, কলাপাড়া পৌরসভার প্রাক্তন কাউন্সিলর সৈয়দ জসিম উদ্দিন, প্রাক্তন কাউন্সিলর বিশ্বাস শফিকুর রহমান টুলু, সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক মো. রফিকুল ইসলাম, স্থপতি মো. ইয়াকুব খান, শিক্ষক-সাংবাদিক নেছারউদ্দিন আহমেদ টিপু, মুক্তিযোদ্ধা মেমোরিয়াল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক চঞ্চল সাহা, অ্যালফাবেট কিন্ডারগার্টেনের পরিচালক মোস্তফা জামান সুজনসহ প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ।আয়োজকরা জানান, বিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে ২০২৪ সাল পর্যন্ত এ বিদ্যালয়ে যাঁরা পড়াশোনা করেছেন এমন যে কোনো প্রাক্তন শিক্ষার্থী প্রথম পুনর্মিলনীতে অংশগ্রহনের জন্য নিবন্ধন করতে পারবেন। আগ্রহীদের ০১৭৯৫৬৯১৩৭১, ০১৭১০৮৫৮৮১৪, ০১৭১৩০৩৬৮০৬ মুঠোফোন নম্বরে নিবন্ধন সংক্রান্ত বিষয়ে যোগাযোগের জন্য অনুরোধ করা হয়েছে।উল্লেখ্য ১৯২৮ সালে খেপুপাড়া মাইনর স্কুল হিসেবে এ বিদ্যালয়টির যাত্রা শুরু হয়। ১৯৩৩ সালে খেপুপাড়া মাধ্যমিক বিদ্যালয়, এরপর খেপুপাড়া ডেভেলপমেন্ট মাধ্যমিক বিদ্যালয়, ১৯৭৫ সালে খেপুপাড়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়, ২০১০ সালে খেপুপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয় নামে এর নামকরণ করা হয়। ২০১৮ সালের ২৪ সেপ্টেম্বর এ বিদ্যালয়টি সরকারিকরণ করা হয়। এখন বিদ্যালয়টি খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় নামে পরিচিত।

শেয়ার করুনঃ