
রাজশাহী জেলার চারঘাট হতে ৬৫৫ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মো.রবিউল ইসলাম অরফে টুটুল’কে গ্রেফতার করেছে রাজশাহী সিপিএসসি,র্যাব-৫।
শনিবার (৩১ আগস্ট) দুপুরে র্যাব-৫ এর অধিনায়ক (সিও) লে. কর্নেল ফিরোজ কবীর।
ফিরোজ কবীর জানান,রাজশাহী জেলার চারঘাট থানাধীন মৌগাছী এলাকায় অভিযান চালিয়ে আসামি মো.রবিউল ইসলাম টুটুল (৪০),কে গ্রেফতার করা হয়েছে। এসময় ইয়াবা ৬৫৫ পিচ, মোবাইল ১টি ও ১টি সিম উদ্ধার করা হয়।
তিনি জানান,রাজশাহী র্যাব-৫, সিপিএসসির একটি অপারেশন দল গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, রাজশাহী জেলার চারঘাট থানাধীন মৌগাছি গ্রামস্থ নিজ বসতবাড়ীতে ১ জন মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য ইয়াবাসহ অবস্থান করছে। এরই প্রেক্ষিতে র্যাবের গোয়েন্দা দল আসামির গতিবিধি পর্যবেক্ষণ শুরু করে এবং একটি চৌকস আভিযানিক দল ৩০ আগস্ট রাতে বসতবাড়িতে অভিযান পরিচালনা করে আসামিকে হাতে নাতে আটক করে এবং বসতবাড়ি তল্লাশী করে ৬৫৫ পিচ ইয়াবা উদ্ধার করে।
তিনি জানান,আসামি এলাকার কুখ্যাত মাদক ব্যবসায়ী। সে নিজ পেশার আড়ালে দীর্ঘদিন যাবত অবৈধ মাদক ব্যবসার সাথে জড়িত। সে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে অবৈধ মাদক ইয়াবা পাচার করে আসছিল। আসামির বাড়ি সীমান্তবর্তী এলাকাতে হওয়ায় সীমান্তবর্তী অজ্ঞাত স্থান হতে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ও ফেন্সিডিল সংগ্রহ করে বিভিন্ন কৌশলে রাজশাহীসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রয় ও সরবরাহ করে থাকে।
এ ঘটনায় রাজশাহী জেলার চারঘাট থানায় একটি নিয়মিত মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন আছে বলেও জানান তিনি।
ডিআই/এসকে