
বিএনপি নির্বাচনের জন্য সব সময় প্রস্তুত জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, দেশে একটা সংস্কারের মধ্য দিয়ে নির্বাচনে যাওয়ার ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করাই আমাদের এখন প্রধান চ্যালেঞ্জ। তিনি জানান, এ সরকার যেন এক-এগারোর সরকারে পরিণত না হয়, সেজন্য কিছুটা আগাম সতর্কবার্তা দেওয়া তাদের দায়িত্ব বলে মনে করেন। সেটা তারা দিয়েছেন। সরকারি কর্মকর্তা যারা মূলত এ সরকারকে পরিচালনা করেন, সেখানে যদি এক-এগারোর কোনো লোক থাকে, তাহলে তাদের সরিয়ে নতুন লোক নিয়ে আসাই বাঞ্ছনীয় হবে। জামায়াতে ইসলামী প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, তাদের সঙ্গে যে রাজনৈতিক সম্পর্ক, সেটাই থাকবে। তবে বিএনপির সঙ্গে যে জোট ছিল, আন্দোলনের জন্য জোট, সেটা অনেক আগেই অকার্যকর হয়ে গেছে।
শুক্রবার দুপুরে রাজধানী গুলশানের বাসায় যুগান্তরের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন। দেশের চলমান পরিস্থিতি, জাতীয় নির্বাচন, রাষ্ট্র সংস্কার, সরকারের সঙ্গে সংলাপ, চীন-ভারত-আমেরিকার সঙ্গে ভবিষ্যৎ সম্পর্ক, জামায়াতের সঙ্গে সম্পর্ক, চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ নেতাকর্মীদের বিরুদ্ধে রাজনৈতিক মামলা প্রত্যাহার, ভারতে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রসঙ্গ, সংখ্যালঘু নির্যাতন-দখলসহ নানা বিষয়ে খোলামেলা কথা বলেন বিএনপির মহাসচিব।