স্মরণকালের ভয়াবহ বন্যায় লক্ষ্মীপুরে ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত ১০ লাখ পরিবার। তাদের জন্য প্রয়োজন খাদ্য, বস্ত্র, চিকিৎসা সহ পুনর্বাসন। বাংলাদেশ জামায়াতে ইসলামী বন্যার শুরু থেকে এপর্যন্ত প্রতিদিনই লক্ষ্মীপুর জেলার বন্যা কবলিত ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে শুকনো খাবার, বিরিয়ানি সহ খাদ্য সামগ্রী বিতরণ করে আসছে। তারই ধারাবাহিকতায় ২নং উত্তর চরবংশী ইউনিয়নের ৯টি ওয়ার্ডে ইউনিয়ন জামায়াতের উদ্যোগে অন্তত পাঁচ শতাধিক পানিবন্দি অসহায় পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়েছে। ৩০ আগষ্ট ( শুক্রবার) সকাল থেকে এ খাবার বিতরন করা হয়। এসময় উপস্থিত ছিলেন মাওলানা মফিজুর রহমান (উপজেলা সূরা কর্মপরিষদের সদস্য ), মাওলানা গাজী মুনজির হাসান ইমরান ( আমীর বাংলাদেশ জামায়াতে ইসলামী ২নং উত্তর চরবংশী ইউনিয়ন শাখা) , মাওলানা নাছির আহমেদ ( ৮নং দক্ষিণ চরবংশী ইউনিয়ন জামায়াতের আমীর), মাওলানা ইমাম হোসাইন (ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি), মাওলানা মোহাম্মদ হোসাইন( ইউনিয়ন জামায়াত সহকারী সেক্রেটারি ও ইউনিয়ন যুব বিভাগের সভাপতি) মোঃ শরীফ হোসেন মাঝি ( সভাপতি বাংলাদেশ জামায়াতে ইসলামী চরবংশী, ৭নং ওয়ার্ড), মোঃ আরিফ হোসেন ( সভাপতি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, বাজার ওয়ার্ড সভাপতি ), সহ অত্র ইউনিয়ন এর জামায়াতের অন্যান্য নেতৃবৃন্দ ও এলাকাবাসী।