
গলাচিপা (পটুয়াখাণী) প্রতিনিধি:
গলাচিপা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক আবু সালেহ মুহাম্মদ নূর (৯২) বার্ধক্যজনিত কারণে বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টায় পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার সকাল ১০টায় মরহুমের নিজ
গ্রামের বাড়ি গলাচিপা উপজেলার গজালিয়া ইউনিয়নের ইছাদি গ্রামে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৭ ছেলে ও আত্মীয় স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে পটুয়াখালী জেলা জামায়াত ইসলামীর আমীর অধ্যাপক মো. শাহ আলম ও গলাচিপা উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দকুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুস সত্তার হাওলাদার, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্র-ছাত্রীসহ ধর্মপ্রাণ মুসল্লীরা গভির শোক প্রকাশ করেন।আবু সালেহ মুহাম্মদ নূর দীর্ঘদিন ধরে গলাচিপা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ে সুনামের সাথে ইসলাম ধর্ম বিষয়ের উপর শিক্ষকতা করেন। এছাড়া তিনি দীর্ঘদিন ধরে গলাচিপা তহশিল জামে মসজিদে ইমামতির দায়িত্ব নিষ্ঠার সাথে
পালন করেন।