স্বৈরশাষক শেখ হাসিনা ১৭ বছর বাংলাদেশে শাসনের নামে যে অত্যাচার-অনাচার করেছে যার কারণে শেখ হাসিনা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে।’
তার অন্যায় অত্যাচারে আল্লাহর আরশ কেঁপে উঠেছিল। অত্যাচারের কারনে মানুষ স্বস্তিতে থাকতে পারেনী।
শুক্রবার (৩০ আগস্ট) ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে রিয়াজুল জান্নাহ প্রি-ক্যাডেট মাদ্রাসা ও এতিমখানার নির্মাণকাজ উদ্বোধন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের রূহের মাগফিরাত কামনায় আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিলে প্রধান অতিথির বক্তব্যেে ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনের সাবেক সংসদ সদস্য মেজর (অব.) এমএ খালেক এসব কথা বলেন।
রিয়াজুল জান্নাহ প্রি-ক্যাডেট মাদ্রাসা ও এতিমখানার মোতাওয়াল্লী হাবিবুর রউফ প্রধানের সভাপতিত্বে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস, সাবেক সহ সভাপতি দেওয়ান নাজমুল হুদা ভিপি, সাবেক সহ সভাপতি ইঞ্জিনিয়ার কাজী দবির উদ্দিন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি আমিরুল ইসলাম সাজ্জাদ, অ্যাডভোকেট মীর হালিম, সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মেসবাহ উদ্দিন আহমেদ, উপজেলা যুবদলের সদস্য সচিব জিসান সরকার, উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক ওমর ফারুক প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলার তেজখালি ইউনিয়ন বিএনপির সভাপতি গাজী বাদল, সফিকুল ইসলাম সফিক ও মো. কাউসার মিয়া।