
সরাইল উপজেলা প্রতিনিধি:
লেখক রকিবুল হাসান অন্তর এর ‘কবিতার মেলা’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে।মোড়ক উন্মোচন উপলক্ষে আয়োজন করা হয় এক মনমুগ্ধকর মিলনমেলা। আলোর সারথি যুব সংগঠনের প্রতিষ্ঠাতা ও কবি মুরাদ আল হাসানের ব্যবস্থাপনায় ও সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আলী রাজু’র উপস্থাপনায়।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অতিথি ছিলেন উপস্থিত ছিলেন মাসিক সূর্য শপথ পত্রিকা সম্পাদক ও কবি আবুল কাশেম তালুকদার, শাহবাজপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সরাইল প্লেস ক্লাবের সভাপতি মোহাম্মদ আলী মাস্টার, কবি ও সাহিত্যিক জিল্লুর রহমান, বাংলা টটোগ্রাম সাহিত্যের জনক নাজমুল কবির (লেখক ইসমোনাক), কবি ও কবিতা বিষয় সংগঠন ‘কবির কলম’ ব্রাহ্মণবাড়িয়ার সভাপতি ছড়াকার হুমায়ূন কবির (তিতাস হুমায়ুন), কবি ও সচিব মাহবুবুল আলম ঠাকুর, বইয়ের লেখক রকিবুল হাসান অন্তর, আলোর সারথি ব্লাড ব্যাংকের প্রধান সমন্বয়ক সাইফুল ইসলাম অনিক ও মোঃ বায়জিদ।
বইয়ের মোড়ক উন্মোচন শেষে অতিথিরা বইটির প্রশংসা করে বলেন বইয়ের কনসেপ্টটি সত্যিই অসাধারণ। এই বইটি সকলের পড়া প্রয়োজন কারণ মনে হবে যেন তারা তাদের স্কুল জীবন, স্বদেশ প্রেম, প্রকৃতি, খেলা, ধর্ম, বিজ্ঞান সবকিছু নিয়েই কবিতা লেখা হয়েছে।