
পটুয়াখালীতে শহীদ মিনার অবমাননা ও সাংবাদিকদের লাঞ্ছিত করার মধ্যে দিয়ে বিএনপির কেন্দ্রীয় সহ-সভাপতি আলতাফ হোসেন চৌধুরীর গণ জমায়েত সভা অনুষ্ঠিত হয়েছে। জানা গেছে, ৩০ আগষ্ট শুক্র বার সকাল ১০ পটুয়াখালী শহীদ মিনারে এ গণ জমায়েত সভা অনুষ্ঠিত হয়।এসময় বিএনপির শত শত নেতা কর্মীরা জুতা – সেন্ডেল নিয়ে শহীদ মিনার পদ চারানায় মুখরিত থাকে এবং উক্ত গণ জমায়েত সভাও শহীদ মিনারের দুই অংশ জায়গা জুরে করা হয়। এসময় এখানে উপস্থিত প্রধান অতিথি সহ বিএনপির সকল নেতা কর্মীদের পায়ে জুতা-সেন্ডল ছিল। এদিকে এসময় কয়েক সাংবাদিক বিএনপি নেতা দুলাল মাদব্বর সহ কতিপয় নেতাদের হাতে ধাক্কাধাক্কির শিকার হয় বলে জানা যায়।শহীদ মিনারে বিএনপির এ প্রোগ্রামের বিষয় তাৎক্ষণিক দু’ এক সাংবাদিক পটুয়াখালী বিএনপির নেতা মাকসুদ আহমেদ বায়েজিদ পান্না ও জেলা শ্রমিক দলের সাবেক নেতা মোঃ রফিকুল ইসলাম রফিক এর সাথে যোগাযোগ করলে তারা সাংবাদিকদের কে এ বিষয় টি এড়িয়ে যেতে বলেন। উক্ত গণ জমায়েত সভায় এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী,কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অবঃ) আলতাফ হোসেন চৌধুরী। এসময় এ গণ জমায়েত সভায় সভাপতিত্ব করেন পটুয়াখালী জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মাকসুদ আহমেদ বায়েজিদ পান্না।এ গণ জমায়েত সভায় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।