
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার ২নং বারুহাস ইউনিয়ন ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বি- বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯) আগস্ট বিকেলে ইউনিয়নের বস্তুল বাজারের হাইস্কুল মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। পরে পরামর্শের ভিক্তিতে মাওঃ রফিকুল ইসলাম নকীকে সভাপতি ও মুফতি মোহাররমকে সহ-সভাপতি, মাওঃ আল-আমিনকে সেক্রেটারি,মাওঃ আবুল খায়েরকে জয়েন সেক্রেটারি এবং মোঃ আতাউর রহমানকে সাংগঠনিক সম্পাদক হিসেবে ঘোষণা করে ২বছরের জন্য ইউনিয়ন কমিটির অনুমোদন দেওয়া হয়।
উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,ইসলামী আন্দোলন বাংলাদেশ তাড়াশ উপজেলা শাখার সভাপতি হাঃ মাওঃ আব্দুল্লাহ আল মামুন।
প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ মুজাহিদ কমিটি তাড়াশ উপজেলা শাখার সদর মাওঃ আবুল কাশেম।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আগামীতে এদেশে ইসলামী হুকুমত প্রতিষ্ঠার লক্ষ্যে যোগ্য,দক্ষ,খোদাভীরু নেতৃত্ব তৈরি করতে আমাদের জান,মাল দিয়ে মাঠে ময়দানে কার্যক্রম করতে হবে। এলক্ষে সকলকেই ইসলামের সুশীতল ছায়াতলে ঐক্যবদ্ধ হতে হবে।
এসময় আরো উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ তাড়াশ উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মাওঃ আঃ সালাম উসমানি,ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ তাড়াশ উপজেলা শাখার সভাপতি এইচ এম মাহবুবুর রহমান প্রমূখ।
পরিশেষে মাওঃ আতাউর রহমানের দোয়ার মাধ্যমে সম্মেলন সমাপ্তি ঘোষণা করা হয়।