
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় ২০২৩-২০২৪ অর্থ বছরের প্রথম পর্যায়ের অতি দরিদ্রদের জন্য ৪০ দিনের কর্মসৃজন কর্মস‚চির প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। ১১ নভেম্বর শনিবার উপজেলার ৪ নং ঘোড়াঘাট ইউনিয়নের পাটশাঁও নন্দনপুর গ্রামের রাস্তা সংস্কার কাজ পরিদর্শনের মাধ্যমে ঘোড়াঘাট উপজেলা নির্বাহী অফিসার মোঃ রফিকুল ইসলাম এ কাজের উদ্বোধন করেন।
এ সময় উপজেলা সহকারী কমিশনার ভুমি মোঃ মাহমুদুল হাসান, উপজেলা প্রকল্প কর্ম কর্তা মোঃ আজিজুর রহমান,ঘোড়াঘাট পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও ঘোড়াঘাট ইউপি চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান ভুট্টু, ও ইউপি সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আজিজুর রহমান জানান,২০২৩-২০২৪ অর্থ বছরের অতি দরিদ্রদের জন্য কর্মসৃজন
কর্মস‚চির ৪০ দিনের কর্মস‚চিতে প্রথম পর্যায়ে উপজেলার ৪টি ইউনিয়নের মধ্যে ঘোড়াঘাট ইউনিয়নে রাস্তার কাজ উদ্বোধন
করা হয়েছে। ৩৬টি প্রকল্পে দৈনিক ৪’শ টাকা করে ১ হাজার
২৪৯ জন শ্রমিক কাজ করবে।