ঢাকা, শনিবার, ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
কালিগঞ্জের বিষ্ণুপুরে কৃষকদলের উদ্যোগে ঈদ পুনর্মিলন ও সাংস্কৃতি সন্ধ্যা 
নওগাঁয় মাটিবাহি ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মাদ্রাসা পড়ুয়া শিশুর মৃত্যু
ভূরুঙ্গামারী ফাযিল মাদ্রাসার প্রাক্তন ছাত্রদের ঈদ পূর্ণমিলনী
কুয়াকাটা সৈকত দখল করে ঝুকিপূর্ণ মার্কেট নির্মানের অভিযোগ
কুড়িগ্রামে ২৪ পরবর্তী নতুন বাংলাদেশে কেমন কুড়িগ্রাম দেখতে চাই শীর্ষক মতবিনিময় সভা
বোদায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
সরাইলে অভিযানে ৩ হত্যা মামলার আসামীসহ গ্রেফতার ৯
বাগমারায় চুরিকাঘাতে যুবকের মৃত্যু:ঘাতকে পিটিয়ে হত্যা করলো উত্তেজিত জনতা
নড়াইলে বিএনপি নেতা সান্টুর উপর ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
লাখো পর্যটকের সমাগম কুয়াকাটা সমুদ্র সৈকতে। শতভাগ হোটেল মোটেল বুকিং
আমতলীতে কুপিয়ে স্ত্রীর হাত কর্তন করলেন নেশাগ্রস্থ স্বামী
হোমনায় যুবকের ক্ষত বিক্ষত লাশ উদ্ধার
এসএসসি পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাল শিক্ষা বোর্ড
শেখ হাসিনাকে ফিরিয়ে আনা প্রসঙ্গে মোদির সঙ্গে কথা বললেন ড. ইউনূস
প্রথম ধাপে ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার

ঝিকরগাছায় কলেজ অধ্যক্ষের পক্ষে-বিপক্ষে পৃথক রাজনৈতিক দলের অবস্থান

যশোরের ঝিকরগাছা উপজেলার ঝিকরগাছা মহিলা কলেজের অধ্যক্ষ ৬ আগস্ট শিক্ষকদের প্রতিরোধের মুখে কলেজ ছেড়ে পালিয়েছেন। অধ্যক্ষের পক্ষে-বিপক্ষে দুটি রাজনৈতিক দল অবস্থান নিয়েছে বলে অভিযোগ উঠেছে।

ঝিকরগাছার একাধিক সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের দীর্ঘ ১৭ বছরের শাসনামলে বেপরোয়া, লাগানহীন, স্বেচ্ছাচারিতা এবং দুর্নীতিতে একচ্ছত্র স্বৈরশাসক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন অধ্যক্ষ শাহিনুর কবির।

তার বিরুদ্ধে বিস্তর অভিযোগে উঠেছে, অধ্যক্ষ এই ১৭ বছরে ৩০ জনকে নিয়োগ দিয়ে, ৪/৫ জন সভাপতির মাধ্যমে প্রায় দুই কোটি টাকা নিয়োগ বাণিজ্য করার অভিযোগ আছে। যার একটি টাকাও কলেজের ফান্ডে জমা হয়নি।

কলেজের অধিকাংশ শিক্ষক কর্মচারীদেরকে শোকজ করা সহ নানা হয়রানির মাধ্যমে শিক্ষকদের কাছ থেকে অবৈধ অর্থ উপার্জন করেছেন। নৈমিত্তিক ছুটি নিতে গেলেও সিগারেট ছাড়া ছুটি হয় না।

জামাত-বিএনপির শিক্ষকরা নাশকতার মামলার আসামি হওয়ায় তারা জেলখানায় গেলে তাদেরকে ঐ সময় বরখাস্ত করা হয়েছে। সেই বরখাস্তাদেশ উঠাতে গেলে ১০ থেকে ২০ হাজার টাকা দিতে হয়েছে। মামলায় কোর্টে হাজিরা দিতে বাধা দেওয়া হয়েছে।

শিক্ষকেরা হজ্বে গেলে হজ্বে থাকাকালীন সময়ের বেতন ওই শিক্ষককে তুলতে দেয়া হয়নি।

গত ৩০ জুন ভুয়া রেজুলেশন এর মাধ্যমে দুই বছর চাকরির মেয়াদ বাড়ানোর চেষ্টা করেছিলেন। ১৫ জুলাই জেলা সিভিল সার্জন এর নিকট মেডিকেল সার্টিফিকেটের আবেদন করেছিলেন। কলেজের অফিস সহায়ক থেকে শুরু করে উপাধ্যক্ষ পর্যন্ত কেউ তার অবৈধ লোভ লালসা এবং সম্মানহানির হাত থেকে বাদ যায়নি।

দীর্ঘদিনের সেই ক্ষোভে ফুঁসে উঠা শিক্ষক কর্মচারীদের ভয়ে গত ৬ আগস্ট অধ্যক্ষ শাহিনুর কবির কলেজ থেকে পালিয়ে যান।

২০১১ সালেও অধ্যক্ষ শাহিনুর কবির কলেজের ২১ লাখ টাকা আত্মসাতের দুর্নীতির দায়ে সেনাবাহিনীর হাতে গ্রেপ্তার হয়ে জেল খেটেছেন। সেই সময় বিএনপির সাবেক সভাপতি মরহুম জালাল উদ্দিন আহমেদ ৩ লাখ টাকা দিয়ে অধ্যক্ষকে কলেজে প্রবেশের ব্যবস্থা করেন।

অধ্যক্ষ শাহিনুর কবির আজ-অব্দি সে টাকা কলেজের ফান্ডে জমা দেননি। এ কারণে বিনা টাকায় আর তাকে কলেজে ঢুকতে দেওয়া হবে না বলে শিক্ষকরা জানান। শিক্ষকেরা আরো জানান, ৭ অক্টোবর অধ্যক্ষের অবসরের দিন। তিনি ঐদিন পর্যন্ত ছুটিতে থেকে অবসরে যাক। বর্তমানে তিনি মেডিকেল ছুটিতে আছেন।

ঝিকরগাছা মহিলা কলেজের এ অবস্থা জানতে পেরে কেন্দ্রীয় নেতার নির্দেশনায় ঝিকরগাছা বিএনপি নেতা ইমরান হাসান সামাদ নিপুন ২১ আগস্ট বুধবার শিক্ষকদের সাথে আলোচনায় বসেন। অধ্যক্ষ শাহিনুর কবিরের দুর্নীতির কথা শিক্ষকবৃন্দ তার কাছে তুলে ধরেন। তিনি ধৈর্য সহকারে নির্যাতিত শিক্ষকদের কথা শোনেন। নিপুন বলেন, আপনাদের অভিযোগ আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করবো।

২৫ আগস্ট রবিবার ঝিকরগাছা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক হারুন অর রশিদ এবং সেক্রেটারি মাওলানা আব্দুল আলিম মহিলা কলেজের শিক্ষকদের সাথে মতবিনিময় করেন।

মত বিনিময় শেষে নির্যাতিত শিক্ষকদেরকে আশ্বস্ত করেন যে, দুর্নীতিবাজ অধ্যক্ষ শাহনুর কবিরকে অবৈধভাবে লুটপাট করা টাকাগুলো শিক্ষকদের ফেরত দিতে হবে। একই সাথে নিয়োগের টাকা কলেজ ফান্ডে জমা দিতে হবে। দুর্নীতিবাজ অধ্যক্ষের প্রতিরোধে আপনাদের সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামী পাশে থাকবে।

ঝিকরগাছা মহিলা কলেজের অধিকাংশ শিক্ষকরা জানান, যদি কোন রাজনৈতিক হস্তক্ষেপে দুর্নীতিবাজ অধ্যক্ষকে কলেজে প্রবেশ করানো হয়, তাহলে যদি কোন দুর্ঘটনা ঘটে তার দায় দায়িত্ব সেই দলকেই বহন করতে হবে।

২২ আগস্ট বৃহস্পতিবার ঝিকরগাছা মহিলা কলেজ কেন্দ্রিক ৩ পৌর ওয়ার্ডের সর্বস্তরের মানুষ সভা করে অধ্যক্ষ শাহিনুর কবিরকে প্রতিরোধের সিদ্ধান্ত নিয়েছেন। অভিযোগ উঠেছে এই দুর্নীতিবাজ অধ্যক্ষকে কলেজে ফিরিয়ে আনতে বিএনপি নেতৃবৃন্দ উপাধ্যক্ষ সহ একাধিক শিক্ষকদেরকে নানাভাবে চাপ প্রয়োগ করছেন। এ ব্যাপারে ঝিকরগাছা মহিলা কলেজের উপাধ্যক্ষ মোহাম্মদ ইলিয়াস উদ্দিন জানান, আমার উপর বিএনপি নেতাদের কোন চাপ নেই। তবে অনিন্দ্য ইসলাম অমিত চাচার সাথে কথা হয়েছে।

ছুটিতে থাকা অধ্যক্ষ শাহিনুর কবির সাংবাদিকদের বলেছেন, আমি ছুটিতে আছি। তিনি বলেন, আমি কোন দুর্নীতিও অন্যায় করিনি। একটি মহল আমার বিরুদ্ধে চক্রান্ত চালাচ্ছে।

শেয়ার করুনঃ