
পঞ্চগড়ের বোদা উপজেলার বোদা পৌরসভার ওয়ার্ড পর্যায়ে সরকারের জনকল্যাণমুখী সামাজিক সুরক্ষায় আওতাধীন সুবিধা ভোগীদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ( ১১ নভেম্বর ) দুপুরে বোদা পৌরসভার আয়োজনে পৌরসভা কার্যলয়ে চত্বরে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়৷
বোদা পৌরসভার মেয়র আজাদ আলীর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বোদা উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আলম টবি এবং অন্যান্যদের মধ্যে উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট ওয়াহিদুজ্জামান সুজা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোখলেসার রহমান জিল্লুর, লক্ষী রানী বর্মন ও বোদা পৌর আওয়ামী লীগের সভাপতি ইমতিয়াজ হোসেন মির্জা সহ সকল পৌর কাউন্সিলর উপস্থিত ছিলেন, এসময় বক্তারা সরকারের বিভিন্ন জনকল্যাণ মুখী উন্নয়ন মূলক কর্মকান্ড উপকার ভোগীদের মাঝে তুলে ধরেন। এসময় বোদা পৌরসভায় ৩৩৫৫ জন সুবিধাবীভোগী উপস্থিত ছিলেন।