
কালিগঞ্জ সাতক্ষীরা প্রতিনিধিঃ
সাতক্ষীরার কালিগঞ্জের পল্লীতে জমিজমা সংক্রান্ত বিষয়ে বিরোধকে কেন্দ্র করে আগ্নেয়াস্ত্রসহ সন্ত্রাসী মহড়ার অভিযোগ উঠেছে। অল্পের জন্যে রক্ষা পেয়েছে বয়োবৃদ্ধসহ কয়েকজন। ঘটনাটি উপজেলার নবীনগর গ্রামে ঘটেছে। সরেজিমন ও থানায় দায়েরকৃত অভিযোগ সুত্রে জানাগেছে, গত বুধবার (২৮ আগস্ট) আনুমানিক রাত ৮ টার দিকে উপজেলার নবীননগর গ্রামের মৃত্যু আব্দুল গাজীর ছেলে নুর মোহাম্মদ গাজী (৬৫) তার মৎস্যঘেরের ভেঁড়িতে নিকটজন মনিরুল ইসলাম, আনোয়ারুল ইসলাম ও বাবলুসহ কয়েকজন বসে নিজেদের মধ্যে আলোচনা করছিলেন। এমন সময়ে কৃষ্ণনগর গ্রামের আব্দুল মাজেদ মোল্লা (৫০), খোকন মোল্লা (২০) ও আনোয়ারা বেগম (৪৫) এর নেতৃত্বে ১৫/২০ জনের সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালায়। এ সময়ে তারা রামদা, হাসুয়া, লোহার রড ও বাঁশের লাঠি দিয়ে বেধড়ক পিটিয়ে ফুলা যখম করে তাড়িয়ে দেয়। এছাড়াও তারা আগ্নেয়াস্ত্র দিয়ে ফাঁকা গুলি ছোড়ে এবং বোমার বিস্ফোরণ ঘটিয়ে চলে যায়। তাৎক্ষণিক স্থানীয় বাঁশতলা বাজার কমিটি ও জনপ্রতিনিধিগন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এঘটনায় নুর মোহাম্মদ গাজী বাদী হয়ে কালিগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। বৃহস্পতিবার (২৯ আগস্ট) সকালে সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য আবুল কালামসহ স্থানীয় ঘের মালিক ও বাঁশতলা মৎস্য সেটের কর্মকর্তাগনের উপস্থিতিতে গুলির খোসা, দা ও বোমা বিস্ফোরণের আলামত উদ্ধার করেন। বিষয়টি ঘীরে সংশ্লিষ্ট এলাকায় উত্তেজনা বিরাজ করছে বলে জানাগেছে।