
নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি:ময়মনসিংহের নান্দাইল উপজেলার ঐতিহ্যবাহী মাদ্র্রাসা শিক্ষা প্রতিষ্ঠান নিভিয়া ঘাটা ফাজিল (ডিগ্রী) মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচী ও সাংস্কৃতিক অনুষ্ঠান বৃহস্পতিবার (২৯শে আগস্ট) সম্পন্ন হয়েছে। অত্র মাদ্রাসার ম্যানেজিং কমিটির সহ-সভাপতি হেলাল উদ্দিন হেবালের সভাপতিত্বে ও মাদ্রাসার অধ্যক্ষ মো. আজিজুল ইসলামের সঞ্চালনায় মাদ্রাসার নতুন চারতলা ভবনের সামনে বৃক্ষরোপণ কর্মসুচী অনুষ্ঠিত হয়। এসময় মাদ্রাসার ভবনের সামনে ফুলের বাগানে বিভিন্ন ধরনের ভেষজ ও ফুলের চারা সহ মাদ্রাসা আঙ্গিনায় বনজ গাছের চারা লাগানো হয়। উক্ত কর্মসূচী বাস্তবায়নে মাদ্রাসার ফাজিল বর্ষের ছাত্র-ছাত্রীরা ম্যানেজিং কমিটি সদস্য ও শিক্ষকগণকে সহযোগিতা করে ।বৃক্ষরোপণ শেষে মাদ্রাসার অধ্যক্ষ মো. আজিজুল ইসলামের পরিচালনায় ও সহকারী অধ্যাপক নুরুল আমিনের সঞ্চালনায় সাপ্তাহিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে মাদ্রাসার বিভিন্ন শ্রেণীর ছাত্র-ছাত্রীরা অংশগ্রহন করে। অনুষ্ঠান শেষে শিক্ষক ও ছাত্র-ছাত্রী সহ দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এসময় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সহ-সভাপতি হেলাল উদ্দিন হেবাল,অভিভাবক সদস্য ও বৃক্ষরোপণ কর্মসূচীর আহবায়ক আব্দুল মান্নান ভূইয়া, অভিভাবক সদস্য মাহফজুল হাসান ইদ্রিছ, শিক্ষক প্রতিনিধি মফিজুর রহমান, জসিম উদ্দিন ভ‚ইয়া ও গোলাম মোস্তুফা সহ মাদ্রাসার শিক্ষকগণ ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিল।