
পঞ্চগড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ পঞ্চগড় সদর উপজেলা শাখার আয়োজনে গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ছাত্র- জনতার গণবিপ্লবের সংঘটিত গণহত্যার বিচার, দুর্নীতিবাজদের গ্রেপ্তার, অবৈধ সম্পদ বাজেয়াপ্ত ও তাদের নির্বাচনে অযোগ্য ঘোষণা করা,
সংখ্যানুপাতিক (PR) পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন এবং ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তির লক্ষ্যে ইসলামী সমাজ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে এই গণসমাবেশ অনুষ্ঠিত হয়। বুধবার (২৭ -অক্টোবর) দুপুরে পঞ্চগড় শের ই বাংলা পার্ক চৌরঙ্গী মোড় সংশ্লিষ্ট মুক্ত মঞ্চে এই গণসমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আল্লামা আব্দুল হক আজাদ, নায়েবে আমির ইসলামী আন্দোলন বাংলাদেশ। সভাপতিত্ব করেন, মাওলানা সৈয়দ মোঃ সুলতান মাহমুদ সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ পঞ্চগড় সদর উপজেলা শাখা।
গণ সমাবেশ শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ক্বারী মোঃ মনিরুজ্জামান এবং পরে সভাপতির উদ্বোধনী বক্তব্যের পর পর্যায়ক্রমে বক্তব্য রাখেন মাওলানা মোঃ হাবিবুর রহমান সাধারণ সম্পাদক ইসলামী যুব আন্দোলন পঞ্চগড়, মোঃ শাহ পরান সুজন সহ-সভাপতি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ পঞ্চগড় জেলা শাখা, মুফতি আব্বাস আলী দেবীগঞ্জ উপজেলা শাখা, মাওলানা মুফতি আতিকুর রহমান উপসম্পাদক ইসলামী আন্দোলন বাংলাদেশ পঞ্চগড় জেলা শাখা, মইনুদ্দিন দপ্তর সম্পাদক ইসলামী যুব আন্দোলন পঞ্চগড়, মাওলানা তৌহিদুল ইসলাম সাধারণ সম্পাদক ইসলামী যুব আন্দোলন পঞ্চগড়, আব্দুল বাসেদ সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ চাকলা হাট ইউনিয়ন শাখা, মোঃ ইয়াসিন আরাফাত মুন্না সভাপতি ছাত্র আন্দোলন বাংলাদেশ, হাফেজ মাওলানা এমদাদুল হক মিলন ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক ইসলামী আন্দোলন বাংলাদেশ পঞ্চগড় জেলা শাখা,
মোঃ মনিরুজ্জামান দপ্তর সম্পাদক, মাওলানা মাহাদি হাসান হুজুরের সঙ্গী, মুফতি আব্দুল্লাহ কাসেমী খতিব সাঁকোয়া বাজার জামে মসজিদ, মাহমুদুল হাসান প্রশিক্ষণ সম্পাদক ইসলামী আন্দোলন পঞ্চগড় জেলা শাখা, হাফেজ জমির উদ্দিন সদস্য ইসলামী আন্দোলন পঞ্চগড় জেলা শাখা, হযরত মাওলানা লিয়াকত আলী প্রশিক্ষণ সম্পাদক পঞ্চগড় জেলা শাখা সহ ইসলামী আন্দোলন বাংলাদেশ পঞ্চগড় জেলা শাখার বিভিন্ন এলাকা থেকে আগত নেতৃবৃন্দ।