
নওগাঁর আত্রাইয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা ও শহীদ পরিবারে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। উপজেলা জামায়াত এর আয়োজনে ২৮ আগস্ট বুধবার বিকালে বিহারীপুর রেল বাইপাস এলাকায় এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন নওগাঁ জেলা পূর্ব নায়েবে আমীর অধ্যাপক মহিউদ্দিন।
উপজেলা জামাতের আমীর ও পাঁচুপুর ইউনিয়ন চেয়ারম্যান খবিরুল ইসলাম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা জামাত তালিমুল কোরআন সভাপতি আনম লুৎফর রহমান,জেলা শ্রমিক কল্যান সভাপতি নাসির উদ্দিন, জেলা বায়তুলমাল সেক্রেটারী গোলাম কিবরিয়া, পাঁচুপুর ইউপি আমীর শাহীন আহম্মেদ,সাবেক ছাত্রনেতা এনামুল হক, ছাত্রনেতা মেহেদী হোসেনসহ সংগঠনের উপজেলা ও ইউনিয়ন নেতৃবৃন্দ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা জামাতের সেক্রেটারী ওসমান গনী।
পরে বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত দুজনের পরিবারকে এক লক্ষ টাকা করে অনুদান এবং অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।