
নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যানেকে একা পেয়ে ত্রিমুখী সন্ত্রাসী হামলার অভিযোগ।
জানা যায়,উপজেলার ০৮ নং চর এলাহী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতিকে কুপিয়ে হত্যাচেষ্টা করে সন্ত্রাসীর। গত ২৭ তারিখ রাত আনুমানিক ৯:৩০ এর দিকে একই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আব্দুর রাজ্জাক ওরফে কানা রাজ্জাকের চাইনিজ বাহিনী ও চর এলাহী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ইসমাইল ও সাবেক সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন এবং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাফিজ মেম্বারের নেতৃত্বে এই হামলাযজ্ঞ চালানো হয়।
স্থানীয়দের মতে সাবেক চেয়ারম্যান আবদুল মতিন তোতাকে একা পেয়ে ত্রিমুখী সন্ত্রাসী হামলা করা হয়। এতে তোতা চেয়ারম্যানের মাথায় বেশ কয়েকটি চাইনিজ কুড়ালের আঘাত চিহ্ন পাওয়া যায়। তিনি এখন ধানমন্ডি পপুলার হাসপাতালে আইসিইউতে নিবিড় পর্যবেক্ষনে আছেন।
উল্লেখ্য যে,আবদুল মতিন তোতা চর এলাহী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান। তিনি কোম্পানিগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও চর এলাহী ইউনিয়ন বিএনপির সভাপতির দায়িত্ব পালন করছেন।
ডিআই/এসকে