
এইচ এম জুয়েল রানা স্টাফ রিপোর্টারঃ দেশের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়িয়েছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক এবং রাজশাহী বিভাগীয় টিম সদস্য ইফতেখার সেলিম অগ্নি। ব্যক্তিগতভাবে তিনি বন্যাদুর্গত মানুষের জন্য ৫০হাজার টাকার একটি চেক তার পক্ষে গতকাল বিকেলে যশোরের মণিরামপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেনের কাছে হস্তান্তর করা হয়েছে। বর্তমানে টানা বৃষ্টি ও উজান থেকে আসা পাহাড়ি ঢলে ভয়াবহ বন্যার কবলে দেশের বিস্তীর্ণ অঞ্চল। বিশেষ করে ফেনী, নোয়াখালী, কুমিল্লা ও আশপাশের জেলার বেশিরভাগ এলাকা এখন পানির নিচে। এসব এলাকার এসএসএসের ১৫৩টি শাখার ১০৭টি শাখার প্রায় দেড় লক্ষাধিক পরিবার ক্ষতিগ্রস্থ। ইফতেখার সেলিম অগ্নির পক্ষে অনুদানের চেক হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন ভোজগাতী ইউনিয়ন বিএনপি’র যুগ্ম আহবায়ক কবির হোসেন, হরিদাসকাটি ইউনিয়ন বিএনপি’র যুগ্ম আহবায়ক হারুন অর-রশিদ,ভোজগাতী ইউনিয়নের কৃষকদলের সভাপতি মোশাররফ হোসেন, ভোজগাতী ইউনিয়ন বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন খান হিরু, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক শোভন প্রমুখ।