ঢাকা, শনিবার, ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পাঁচবিবিতে মোহাম্মদপুর ইউনিয়ন জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
টিআরসি নিয়োগে দালালমুক্ত স্বচ্ছ প্রক্রিয়ার আশ্বাস ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপারের
উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকটে রোগীদের দূর্ভোগ
চিলমারীতে ঐতিহ্যবাহী অষ্টমির স্নান সম্পন্ন
বিএনপি নেতার ওপর বোমা হামলার প্রতিবাদে কয়রায় বিক্ষোভ মিছিল
লঞ্চে মুমূর্ষ নবজাতককে মেডিকেল সহায়তা প্রদান করল কোস্ট গার্ড
আমতলীতে লঞ্চ ঘাট ও বাসস্ট্যান্ডে যৌথবাহিনীর অভিযান, জরিমানা আদায়
কালীগঞ্জে আমিনুর রহমান আমিনের গণসংযোগ শুভেচ্ছা বিনিময়
আমতলীতে হামলা, লুট ও পিটিয়ে দোকান দখলের অভিযোগ
দেওয়ানগঞ্জে মেয়ের বাড়িতে যাওয়ার পথে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ বাবা মৃত্যু
নড়াইল জেলা ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতা-কর্মীদের ঈদ পুনর্মিলনী
জামায়াতে ইসলামীতে চাঁদাবাজ সন্ত্রাসের কোনো সুযোগ নেই:রফিকুল ইসলাম
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতিকের প্রার্থীকে বিজয়ী করতে কাজ করতে হবে
ভূরুঙ্গামারীতে মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটি’র সম্মেলনের উদ্বোধন
বিরামপুরে আগ্নিকান্ডে সনাতন পরিবারের সর্বস্ব পুড়ে ছাই

তজুমদ্দিন তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবককে রাতের আঁধারে তুলে নিয়ে হত্যার চেষ্টা

ভোলা তজুমদ্দিন উপজেলার শম্ভুপুর ইউনিয়নের গোলকপুর তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাকিব নামের এক যুবককে রাতের আঁধারে উঠিয়ে নিয়ে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে।
রবিবার রাতে গোলকপুর ৩ নং ওয়ার্ডের গোলকপুর আলিম মাদ্রাসার সামনে এই ঘটনা ঘটে।
আহত রাকিব (২৬) বর্তমানে তজুমদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন।
ঘটনাসূত্রে জানা যায়, স্থানীয় বিভিন্ন বিষয় নিয়া দীর্ঘদিন ধরে গোলকপুর এলাকার আছর উদ্দিন ফরাজি বাড়ীর বাবুল এবং তার ছেলের সাথে বিরোধ চলিয়া আসিতেছে।
এক পর্যায়ে স্থানীয় শালিস এর মাধ্যমে বিষয়টি সমাধান করে দিয়েছেন কিন্তু ওই বিষয়টি কেন্দ্র করে বাবুল এবং তার ছেলে সহ এলাকার কিছু সন্ত্রাসী রাকিবকে স্থানীয় বাজার মুচিবাড়ির কোনার উওর পাশে প্রসাব করতে গেলে রাতের আঁধারে হাত মুখ বেঁধে হত্যার উদ্দেশ্যে তুলে নিয়ে যায়।তাকে হামলা করলে পথচারীরা দেখে ফেলার কারনে অজ্ঞান অবস্থায় রাকিব কে পানির টাংকির দিকে নিয়ে যায়,সেইখানে হত্যার উদ্দেশ্য পুনরায় তাকে হামলা করা হয়,মৃত্যু নিশ্চিত ভেবে সেইখানে রেখে পালিয়ে যায় সন্ত্রাসীরা।

স্থানীয় বাজারের ব্যবসায়ীরা বলেন,তার উপর হামলা দেখে সেইখানের এক প্রতিবেশি স্থানীয় বাজার মুচিবাড়ির কোনা এসে খবর দেন,পরে তার বাসায় খবর দিলে তার মা কান্না করতে করতে বাড়ি থেকে বের হয়ে সেখানে যান কিন্তু তারে সেইখানে না পাওয়াতে তার মা মাঠিতে কান্না ভেঙে পরে,তার মার কান্না দেখে এলাকায় থেকে আরও তিন,চার জনসহ স্থানীয় কিছু লোকজন আনুমানিক দুই ঘন্টা খোজাখুজির পর রাত ১২ টার দিকে তাকে নীরব মেম্বার বাড়ির সামনে রাস্তার পাশে অজ্ঞাত অবস্থা পায়,তখন তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার ১০/১২ ঘন্টা পর তার জ্ঞান ফিরে।

উক্ত ঘটনারবাদী হয়ে আহত রাকিব হোসেন ১০ জন সহ আর অজ্ঞাতনামা ১৫/২০ জনকে আসামি করে মামলা করেছে।আসামি ব্যক্তিরা হলেন ০১। মোঃ বাবুল হোসেন, পিতা-অজ্ঞাত, ০২। মোঃ রায়হান, ০৩। নূর উদ্দিন, উভয়পিতা-মোঃ বাবুল হোসেন, ০৪। সোহরাব, পিতা-অজ্ঞাত, ০৫। বল্লা শরীফ, পিতা- অজ্ঞাত, ০৬। আরিফ হোসেন, পিতা- তোফাজ্জল, ০৭। নয়ন, পিতা-হারুন, ০৮। মোঃ আল আমিন, পিতা-অজ্ঞাত, ০৯। মোঃ রাসেল, পিতা- অজ্ঞাত, ১০। আবুল হাসেম, পিতা- অজ্ঞাত, সাং-গোলকপুর, ০৩ নং ওয়ার্ড, থানা- তজুমদ্দিন, জেলা- ভোলাসহ অজ্ঞাতনামা ১৫/২০ জন।

জানতে চাইলে আহত রাকিব বলেন আমাকে বাবুল,তার ছেলে এবং তাদের সাথে কিছু সন্ত্রাসী হত্যার উদ্দেশ্যে মারধর করে অজ্ঞান করে রেখে যায় এবং আমার সাথে থাকা নগদ ২০ হাজার টাকাসহ ব্যবহৃত মোবাইল ফোন নিয়ে যায়।

তার বড় ভাই ইব্রাহিম বলেন, আমার ভাইয়ের কাছ থেকে টাকা নিয়ে গেছে এই জন্য দুঃখ করিনা যেই ভাবে ভাইকে আঘাত করেছে জীবিত পেয়েছি এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি।

এমন পাষণ্ডদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানিয়েছে রাকিবের পরিবার।গ্রামবাসীর মধ্যে নাম বলতে অনিচ্ছুক এমন অনেকেই বলে তারা এলাকায় যারে ইচ্ছা তারে মারধর করে এবং এলাকার মধ্যে অনেককে বিভিন্ন রকম ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায় করে নেয়।কেউ কিছু বললে সন্ত্রাসী কায়দা মারতে আসে এবং কোনো কথা বললে এলাকায় থাকতে দিবে না এমন হুমকির মুখে এলাকা বাসী।

এদিকে অভিযুক্ত বাবুল এর সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তাকে পাওয়া যাইনি,একাধিক বার তার মোঠফোনে কল দিলে বন্ধ পাওয়া যায়।
উক্ত মামলার বিষয় নিশ্চিত করে তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ারুল হক বলেন,আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি,তদন্ত সাপেক্ষে দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে।

শেয়ার করুনঃ