
সৌদি আরবে একটি সড়ক দুর্ঘটনায় লিয়ন ফকির ও নাজমুল শেখ নামে দুই বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধা যুবককের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
নিহত রেমিট্যান্স যোদ্ধারা হলেন ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার চৌধুরীকান্দা গ্রামের জাহাঙ্গীর ফকিরের ছেলে লিয়ন ফকির, এবং একই জেলা ও উপজেলার তুজারপুর ইউনিয়নের ভদ্রাসন গ্রামের ইউনুস শেখের ছেলে নাজমুল।
গত রোববার এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনাটি ঘটে।নিহত লিয়নের পরিবার সূত্রে জানা যায়,সে গত ১১ মাস আগে সৌদি আরবে পাড়ি জমান।শনিবার নাইট ডিউটি করে রোববার ভোরে বাসায় ফেরার পথে একটি সড়ক দুর্ঘটনায় তাদের গাড়িতে থাকা ৭ শ্রমিকের মধ্যে ছয়জনই মৃত্যু বরন করেন । তাদের মধ্যে লিয়ন ফকির ও পার্শ্ববর্তী ইউনিয়নের নাজমুল শেখ রয়েছেন।
লিয়ন ফকির ও নাজমুল শেখের মৃত্যুতে স্থানীয় প্রবাসী বাংলাদেশিদের মাঝে শোকের ছায়া নেমে আসে ।
নিহতদের মরদেহ স্থানীয় হাসপাতালের হিম ঘরে সংরক্ষিত করে রাখা হয়েছে ।