
খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনী প্রেসক্লাবের সাবেক সদস্য সচিব ও দৈনিক দিনকাল পত্রিকার পাইকগাছা উপজেলা প্রতিনিধি আমিনুল ইসলাম বজলু ও তাঁর ভাই মো.নজরুল ইসলাম এর উপর সংঘবদ্ধ হামলা ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে কয়রা সাংবাদিক ফোরাম।সাংবাদিকের উপর এই ধরনের ন্যাক্কারজনক হামলার ঘটনায় জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান কয়রা সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ।
বিকালে এক যৌথ বিবৃতিতে কয়রা সাংবাদিক ফোরামের সভাপতি তারিক লিটু ও সাধারণ সম্পাদক মো.আবির হোসেন এ দাবি জানান।
কয়রা সাংবাদিক ফোরাম মনে করে, সাংবাদিক আমিনুল ইসলাম বজলু কে মারধর কোনও বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখার অবকাশ নেই। এ ধরনের ঘটনাগুলো সাংবাদিকদের স্বাধীন ও নির্ভীকভাবে পেশাগত দায়িত্ব পালন, সর্বোপরি গণমাধ্যমের স্বাধীনতা সংকুচিত হওয়ার ক্ষেত্র তৈরি করে। আমরা সবাই অবগত যে, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসেবে বিবেচিত গণমাধ্যম একটি রাষ্ট্রের প্রতিবিম্ব হিসেবে কাজ করে। সমাজের নানা স্তরে অন্যায়, ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি, অবিচার বা আইনের শাসন ও জবাবদিহিতার ঘাটতি সংক্রান্ত সংবাদগুলো তুলে ধরে সুশাসন ও গণতন্ত্র প্রতিষ্ঠায় গণমাধ্যমকর্মীদের ভূমিকা অনস্বীকার্য। কিন্তু কয়রা সাংবাদিক ফোরাম অত্যন্ত দুঃখজনকভাবে লক্ষ্য করছে, দেশে গণমাধ্যমকর্মীরা প্রায়শ নানা নির্যাতন ও হয়রানির শিকার হচ্ছেন এবং অধিকাংশ ক্ষেত্রে এসব ঘটনার সাথে জড়িতদের কার্যকর বিচার নিশ্চিত হচ্ছে না। ফলে বিচারহীনতার বিরাজমান সংস্কৃতি দুবৃর্ত্তদের বেপরোয়া আচরণের ক্ষেত্রকে আরও বেশি প্রশস্ত করছে।