রাজশাহীর বাগমারা উপজেলার মোহনগঞ্জ উচ্চ বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষিকা রোকসানা পারভীনের পদত্যাগ দাবীতে বিক্ষোভ মিছিল করা হয়েছে। মঙ্গলবার (২৭ আগস্ট/২০২৪ ইং) বেলা বারো'টায় গনিপুর ইউনিয়নের মোহনগঞ্জ হাটের প্রধান রাস্তায় একটি মিছিল বের করা হয়।
অত্র প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, অভিভাবক, এলাকার সচেতন জনতা এই বিক্ষোভ মিছিলের আয়োজন করে।
মিছিল শেষে মোহনগঞ্জ উচ্চ বিদ্যালয় চত্বরে বক্তব্য রাখেন ছাত্র অভিভাক টিপু মোল্লা, শিক্ষার্থী আতিকুল ইসলাম, মুনমুন আক্তার প্রমুখ।
অতিরিক্ত ফি আদায়, দুর্বল অবকাঠামো, পরিবারতন্ত্র সহ নানা অনিয়মের প্রতিবাদে এই বিক্ষোভ মিছিল করা হয়েছে । অবিলম্বে প্রধান শিক্ষিকা রোকসানকর পদত্যাগ দাবী করা হয়।