
সিরাজগঞ্জের রায়গঞ্জের অভিযান চালিয়ে ৯৯০ পিস নেশাজাতীয় বুপ্রেনরফিন ইনজেকশনসহ ০২ জন নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১২ সদস্যরা।
এ সময় মাদক ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ০২টি মোবাইল ফোন ও নগদ ৮০০/- টাকা জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামি দিনাজপুর জেলার হাকিমপুর থানার ফকিরপাড়া ধরেন্দা গ্রামের মোঃ মোতালেব হোসেন স্ত্রী মোছা. তানজিলা ও উভয় গ্রামের মো. হানিফের স্ত্রী মো.গুলশান আরা।
মঙ্গলবার (২৭ আগষ্ট ) বেলা ১১ টায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাপিড এ্যাকশন ব্যাচালিয়ন-১২ সহকারী পুলিশ সুপার জানিয়েছেন, গোপন সংবাদে গত সোমবার রাত্রি ১১.৫৫ ঘটিকায় সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানাধীন চান্দাইকোনা বাজারস্থ আল্ট্রাকেয়ার ডিজিটাল ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টার এর সামনে রংপুর টু ঢাকাগামী মহাসড়কের উপর’’ একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৯৯০ পিস নেশাজাতীয় বুপ্রেনরফিন ইনজেকশনসহ ০২ জন নারী মাদক কারবারীকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।