
সিরাজগঞ্জের সলঙ্গায় উত্তরপাড়া শ্রী শ্রী জগন্নাথ মন্দিরের আয়োজনে সনাতন ধর্মাবলম্বীদের ভগবান শ্রী কৃষ্ণের ৫২৫০ তম জন্মষ্টমী পালিত হয়েছে। সোমবার সকাল ৬ টায় শ্রী শ্রী জগন্নাথ মন্দির থেকে একটি মঙ্গল শোভাযাত্রা বের হয়ে সলঙ্গা বাজার কেন্দ্রীয় বারোয়ারী কালী মন্দির ও গোপালজিউ মন্দির প্রদক্ষিণ করে পুনরায় শ্রী শ্রী জগন্নাথ মন্দিরে এসে শোভাযাত্রাটি শেষ হয়।
এসময় শ্রী বাবু সুকুমার চন্দ্র হালদার ও শ্রী শিশির কুমার শাহা বলেন, পুনমতে ভাদ্র মাসে অষ্টমতিথীতে মথুরায় কংশের কারাগারে জন্ম নিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। সেই পূর্ণ তিথির শরণে পালিত হয় জন্মঅষ্টমী। পৃথিবীতে যখন অধর্ম বেড়ে গিয়ে যখন ধার্মিক ও সাধারণের জীবন দুরভিষীয় হয়ে ওঠে তখনই দুষ্টের দমন সৃষ্টের পালনের মাধ্যমে ধর্মের রক্ষায় জন্য ভগবান শ্রী কৃষ্ণের অবতার রুপে নেমে আসেন। জন্মঅষ্টমী উপলক্ষে উপবাস, পূজা, অর্চনা ও নামকীর্তনসহ বিভিন্ন আচার অনুষ্ঠান পালন করছেন সনাতন ধর্মাবলীরা। চন্দন,ঘি,দধি,মধু মিলিয়ে ১০৮ উপাচারে আহতী দেওয়া হবে যজ্ঞে ।