
বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত।আজ শনিবার (১১ নভেম্বর)বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে এবং শেখ ফজলুল হক মনির নেতৃত্বে ১৯৭২ সালের এই দিনে যাত্রা শুরু হয় যুবলীগের। মুক্তিযুদ্ধের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রামকে এগিয়ে নিতে দেশের যুব সমাজকে সম্পৃক্ত করার লক্ষ্য নিয়ে এই সংগঠনকে প্রতিষ্ঠা করা হয়। সেই লক্ষ্যকে সামনে নিয়েই অগ্রসর হচ্ছে যুবলীগ।
পাঁচ দশকের বেশি সময় ধরে দীর্ঘ লড়াই-সংগ্রাম ও হাজারো নেতাকর্মীর আত্মত্যাগের মাধ্যমে যুবলীগ দেশের সর্ববৃহৎ যুব সংগঠনে পরিণত হয়েছে।তাই সেই অগ্রসরকে সামনে রেখে রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার তিন নং বাঙ্গালহালিয়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের উদ্যোগে যুবলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হয়েছে।সকাল ৯ ঘঠিকার সময় বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদের সামনে থেকে এক শোভাযাত্রা বের হয়।
শোভাযাত্রা টি বাঙ্গালহালিয়া বাজারের উত্তর দক্ষিণ দিক প্রদিক্ষণ করে বাজার চত্বরে আয়োজিত এক আলোচনা সভায় মিলিত হয়। সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন যুবলীগের সভাপতি শাহেদ হোসেন মাসুম, প্রধান অতিথি হিসাবে ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি পুলক বড়ুয়া,বিশেষ অতিথি হিসেবে ছিলেন তিন নং বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আদোমং মারমা, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হারাধন কর্মকার, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক সুইচাপ্রু মারমা, ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি থোয়াইচিংমং মারমা,ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও তিন নং বাঙ্গালহালিয়া ইউনিয়নের ইউপি সদস্য ও সদস্যা,জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক সুইথিমং প্রমুখ।
ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক অংসাইনু মারমা সঞ্চালনায় আলোচনা সভায় অতিথিরা বক্তব্য রাখেন।পরে আলোচনা সভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকী কেক কাটা হয়।