
পটুয়াখালীর গলাচিপায় নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে গলাচিপা সার্বজনীন কেন্দ্রীয় কালীবাড়ি মন্দির কমিটির আয়োজনে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী পালিত হয়েছে। সোমবার ভোর ৬টায় মন্দিরে মঙ্গলঘট স্থাপনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত মন্দিরে চলে
যজ্ঞানুষ্ঠান।পরে বিকাল ৪টায় মন্দির আঙ্গিণা থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে মন্দির আঙ্গিণায় ভক্তবৃন্দের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হয়।গলাচিপা সার্বজনীন কেন্দ্রীয় কালীবাড়ি মন্দির কমিটির সভাপতি দিলীপ বণিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সত্তার হাওলাদার।এসময় র্যালীতে উপস্থিত ছিলেন হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদের গলাচিপা উপজেলা শাখার সভাপতি শংকর লাল দাশ, সাধারণ সম্পাদক সমীর কৃষ্ণ পাল, গলাচিপা কেন্দ্রীয় কালীবড়ি কমিটির সাধারণ সম্পাদক তাপস দত্ত, মানবাধিকার সংস্থা গলাচিপা পৌর শাখার সভাপতি ডা. এস বিমল, পূজা উদযাপন পরিষদ সভাপতি
গোপাল চন্দ্র সাহা, সাধারণ সম্পাদক সমিত কুমার দত্ত (মলয়), শ্রী গুরু সংঘ সভাপতি অসীম কর্মকার, সাধারণ সম্পাদক নির্মল কর্মকার অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি খন্দকার মো. মিজানুর রহমান ও আব্দুস সালাম মৃধা, সাংগঠনিক সম্পাদক খন্দকার মো. মশিউর রহমান শাহিন, পৌর বিএনপির সভাপতি মো. মিজানুর রহমান, সাধারণ সম্পাদক
মো. জসিম খান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,আসাদুজ্জামান সবুজ, সহিদুল ইসলাম, মাসুদ রানা, মাসুম বিল্লাহ, আলিম। বাবু আশীষ কুমার সাহা উপজেলা যুবদলের সদস্য সচিব, শাহাবুদ্দিন শিকদার উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক, মীর জাহিদুল
ইসলাম নয়ন উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক, পৌর যুবদলের আহবায়ক জাহিদুল ইসলাম, পৌর যুব দলের যুগ্ন আহবায়ক ভাষান মাহমুদ, উপজেলা যুব দলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জহির, পৌর যুব দলের সদস্য মাহাবুবুর রহমান বাবুল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. আলী জিন্নাহ , সদস্য সচিব মো. ফজলুল হক শাকিল ও শ্রমিক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শহিদ, পৌর শ্রমিক দলের দলের সভাপতি মো. আহসান হাবিব, সাধারণ সম্পাদক ফোরকান খলিফা, শ্রমিক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক মতলেবুজ্জামান মজিদ, যুবদল নেতা
ইউসুফ সিকদার, গলাচিপা উপজেলা ছাত্রদলের আহবায়ক এম. দূর্জয় রুবেল, মো. হাফিজ, মোঃ রিয়াজ মোঃ সুমন, মোঃ সোহাগ প্রমুখ। এ ছাড়া হিন্দু ধর্মাবলম্বীদের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এবং শত শত নারী-পুরুষ ভক্তবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।